মিজান নয়ন, চরফ্যাশন প্রতিনিধি ॥ চরফ্যাশনের মাতৃছায়া প্রগতি বিদ্যাপীঠ থেকে এবছর প্রাথমিক শিক্ষা সমাপনি পরিক্ষায় অংশগ্রহনকারী ১৫শিক্ষাথীর প্রত্যেকেই বিভিন্ন গ্রেডে পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৮শিক্ষার্থী। এর মধ্যে ৩শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ৫শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে বলে বিদ্যালয়টির পরিচালক জেবুন্নাহার চামেলী জানিয়েছেন।
বিদ্যালয়ের উপদেষ্টা মো.হাছান জানান, শিক্ষার্থী এবং শিক্ষকদের আন্তরীকতায় ২০১২সাল থেকে পরিক্ষায় অংশগ্রহন করে প্রতি বছর শিক্ষার্থীরা ভাল ফলাফল অর্জন করে আসছে। ২০০৬সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লাভ করে।
বাংলাদেশ সময়: ১৬:০৯:০০ ২৫৮ বার পঠিত |