ভোলাবাণী।। বোরহানউদ্দিন প্রতিনিধি।।
ভোলার বোরহানউদ্দিনে যাত্রীবাহী অটোরিকশায় ধূমপান করতে নিষেধ করায় শিক্ষককের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। মিনার মাহমুদ নামক ওই শিক্ষক পূর্ব মুলাই পত্তন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কর্মরত। তিনি পক্ষিয়া ইউনিয়নের বোরহানগঞ্জ বাজারের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আজাদ জাহাঙ্গীরের ছেলে। এ ঘটনায় মঙ্গলবার (১১ জুলাই) রাতে স্থানীয় থানায় অভিযোগ করা হয়েছে।

মিনার মাহমুদ জানান, তিনি কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত। মঙ্গলবার দুপুরে শরীর খারাপ হওয়ায় প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে বিদ্যালয় ত্যাগ করেন। মনিরাম বাজার থেকে তিনি একটি অটোরিকশায় ওঠেন। পথের মধ্যে আবুল বাজার নামক স্থান থেকে ইয়াসিন মালের ছেলে আবুল মাল অটোতে ওঠেন। গাড়িতে উঠে তিনি ধূমপান করছিলেন। এ সময় শিক্ষক যাত্রীবাহী পরিবহনে ধূমপান করতে নিষেধ করেন। এত ক্ষিপ্ত হয়ে ওঠেন আবুল মাল।অভিযোগে উল্লেখ করা হয়, অটোরিকশাটি যখন টবগী ৩ নং ওয়ার্ডের হাচন আলী মালের বাড়ির কাছে আসে, তখন চিৎকার করে অটো থামানো হয়। লোকজন জড়ো করে হামলা করে শিক্ষকের ওপরে। লোকজন নিয়ে টানাহেঁচড়া করে শিক্ষককে অটো থেকে নামানো হয়। এরপর মারধর করা হয়। ছিড়ে ফেলা হয় তার জামা-কাপড়।
পরে বোরহানউদ্দিন হাসপাতাল গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন এবং মঙ্গলবার রাতে স্থানীয় থানায় অভিযোগ করেন মিনার মাহমুদ।
স্থানীয় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাহবুবুর রহমান বলেন, ন্যাক্কারজনক এ ঘটনার জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেইসঙ্গে তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
উপজেলা শিক্ষা অফিসার হীরামন বৈদ্য জানান, ঘটনা শুনে আমি সংশ্লিষ্ট শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করেছি। এটি দুঃখজনক ও ন্যাক্কারজনক ঘটোনা। দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মনির হোসেন মিয়া বলেন, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৫:৩০:৩৩ ৬৩ বার পঠিত | অটোরিকশায় ধূমপাননিষেধ করায়বোরহানউদ্দিনমারধরশিক্ষক