কলাপাড়ায় নৌবাহিনীর ঘাঁটি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রথম পাতা » জাতীয় » কলাপাড়ায় নৌবাহিনীর ঘাঁটি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বুধবার, ১২ জুলাই ২০২৩



ভোলাবাণী ডেক্স রিপোর্ট।।

পটুয়াখালীর কলাপাড়ায় নৌবাহিনীর নতুন ঘাঁটি বানৌজা শের-ই-বাংলাসহ চারটি প্যাট্রল ক্রাফট ও চারটি ল্যান্ডিং ক্রাফট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কলাপাড়ায় নৌবাহিনীর ঘাঁটি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীবুধবার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টায় গণভবন থেকে ভার্চুয়ালিযুক্ত হয়ে ঘাঁটি উদ্বোধন করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর পক্ষে কমিশন ফরমান তুলে দিয়েছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল। এরপর বাহিনীর রীতি অনুযায়ী নামফলক উন্মোচন করা হয়।

২০১৩ সালের ১৯ নভেম্বর ‘বানৌজা শের-ই-বাংলা’ ঘাঁটির নামফলক উন্মোচিত হয়। আধুনিক সব সুবিধায় ‘বানৌজা শের-ই-বাংলা’ ঘাঁটিতে গড়ে তোলা হয়েছে নবীন নাবিক প্রশিক্ষণ কেন্দ্র। পাশাপাশি অপারেশনাল কার্যক্রমের সুবিধার্থে প্রশাসনিক ভবন, এভিয়েশন সাপোর্ট ও হ্যাঙ্গার সুবিধা মাল্টিপারপাস শেড, বিভিন্ন রিপেয়ার ও মেইনটেনেন্স ওয়ার্কশপ।

এছাড়া ঘাঁটিতে এভিয়েশন সুবিধা, ডাইভিং স্যালভেজের কমান্ডো পরিচালনা সংবলিত ইউনিট, নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ ও ৫০ শয্যার হাসপাতাল রয়েছে।

সম্পূর্ণ দেশি প্রযুক্তিতে খুলনা শিপইয়ার্ড লিমিটেডে নির্মিত চারটি প্যাট্রল ক্রাফট নৌবহরে অন্তর্ভুক্তির মাধ্যমে দক্ষিণাঞ্চলে সমুদ্র ও উপকূলীয় এলাকার সুরক্ষা আরও সুদৃঢ় হবে।

কলাপাড়ায় নৌবাহিনীর ঘাঁটি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীনবনির্মিত এলসিইউগুলো আশ্রয়ণ-৩ প্রকল্পের আওতায় বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীকে চট্টগ্রাম থেকে ভাসানচরে স্থানান্তর ও তাদের নিত্যপ্রয়োজনীয় রসদ সরবরাহসহ বিভিন্ন কার্যক্রমে নিয়োজিত রয়েছে। পাশাপাশি এলসিইউগুলো জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশের কূটনীতিকদের সব ধরনের সহায়তা কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে।

নবনির্মিত এসব জাহাজ ও ঘাঁটি কমিশনিংয়ের মাধ্যমে এই অঞ্চলে অবৈধ মৎস্য আহরণ রোধ, চোরাচালান দমন, মানব পাচার রোধ, জলদস্যুতা ও মাদক পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ১৪:২৩:৫৬   ২২২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


দেশের সাংবিধানিক নাম পরিবর্তনের সুপারিশ সংস্কার কমিশনের
বাংলাদেশের হাইকমিশনারকে তলব চুক্তি মেনেই সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপন হচ্ছে: ভারত
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও ২ মাস
শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বাড়াল নয়াদিল্লি

খ্রিষ্টীয় নববর্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
ডিসেম্বরে রেমিট্যান্স এলো ২৯ হাজার ৭৭২ কোটি টাকা
ইয়ূথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ এর ভোলা ইউনিটের নেতৃত্বে সিয়াম-রাসেদ
আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ
বোরহানউদ্দিনে জুলাই বিপ্লবে নিহতের ৫ মাস পর শহীদ ইয়াসিনের লাশ উত্তোলন

আর্কাইভ