বিশ্বকাপ অধিনায়কদের ছবি প্রকাশ করল আইসিসি

প্রথম পাতা » ক্রিকেট » বিশ্বকাপ অধিনায়কদের ছবি প্রকাশ করল আইসিসি
বুধবার, ১২ জুলাই ২০২৩



ভোলাবাণী স্পোর্টস ডেক্স।।এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি পাকিস্তান আদৌ ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে কিনা। অন্যদিকে বাংলাদেশ দলের বিশ্বকাপের অধিনায়ক কে হবেন সেটা নিয়েও ধোঁয়াসা তৈরি হয়েছে। কারণ কয়েকদিন আগে বাংলাদেশের বর্তমান অধিনায়ক তামিম ইকবাল অবসরের ঘোষণা দিয়ে আবারও ফিরে আসেন। অন্যদিকে তড়িগড়ি করে লিটন দাসকে অধিনায়ক ঘোষণা করা হয়। এই পরিস্থিতিতে বিশ্বকাপের অধিনায়ক কে সেটা জানায়নি বিসিবি।

বিশ্বকাপ অধিনায়কদের ছবি প্রকাশ আইসিসির

 

অবশ্য দরজায় কড়া নাড়ছে আইসিসি বিশ্বকাপ। আর মাত্র ৮৬ দিন পরই ভারতের মাটিতে পর্দা উঠবে বিশ্বকাপের ১৩তম আসরের। বিশ্বকাপ সামনে রেখে ২৭ জুন চূড়ান্ত সূচি প্রকাশ করেছে আইসিসি। সূচি ঘোষণার ১৪ দিন পর ১০ দলের অধিনায়কদের ছবি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেখানে বাংলাদেশের অধিনায়ক হিসেবে আছেন তামিম ইকবালও।সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তামিম। অবশ্য অবসর ঘোষণার ৩০ ঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আবারও ক্রিকেটে ফেরার ঘোষণা দেন দেশসেরা এই ওপেনার। দেড়মাসের বিরতি দিয়ে এশিয়া কাপ দিয়েই মাঠের লড়াইয়ে ফেরার কথা তার।

ক্রিকেটে ফিরলেও বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক কে থাকবেন, সেটি এখনো নিশ্চিত নয়। যদিও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তামিমকেই অধিনায়ক রাখার ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন। কোমরের চোটে ভোগা তামিমের সামনে এর পাশাপাশি ফর্মেও ফেরার চ্যালেঞ্জ। যা কাটিয়ে উঠতেই তাকেই ভূমিকা রাখতে বললেন সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

তবে আইসিসি এই ব্যাপারে কোনো দ্বিধা না রেখে বিশ্বকাপ খেলতে যাওয়া ১০ দলের অধিনায়কদের ছবি প্রকাশ করেছে। যেখানে বাংলাদেশের হয়ে আছেন তামিম।

একই সঙ্গে নিউজিল্যান্ড অধিনায়ক হিসেবে দেখা যাচ্ছে টম ল্যাথামকে। কিন্তু বিশ্বকাপে ফিরতে পারেন সর্বশেষ আইপিএলে চোটে পড়া দলটির নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন।

শুরুর দিকে জানানো হয়েছিল বিশ্বকাপে তিনি নাও খেলতে পারেন। তবে তার পুনর্বাসন প্রক্রিয়ায় চোটের উন্নতি হওয়ায় শোনা যাচ্ছে বিশ্বকাপে খেলতে পারেন তিনি। ফলে কিউইদেরও ওই ছবিতে থাকা ল্যাথামের অধিনায়কত্ব নিয়েও সংশয় রয়েছে।

১৩তম বিশ্বকাপ সামনে রেখেই মূলত প্রচারণায় নেমেছে আইসিসি। ১০ অধিনায়কের ছবিও সেটিরই অংশ। যদিও ছবিটি ফটোশপে সম্পাদিত হয়েছে। তবে বিশ্বকাপের আগমুহূর্তে ১০ দলের প্রধান ক্রিকেটারকে নিয়ে আনুষ্ঠানিক ফটোশেসন করবে সংস্থাটি।

আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপের ১৩তম আসর। যেখানে ছয়টি ভেন্যুতে নির্ধারিত হয়েছে বাংলাদেশের ৯টি ম্যাচ। তারা দুটি করে ম্যাচ খেলবে কলকাতা, পুরে ও ধর্মশালায়। এ ছাড়া একটি করে ম্যাচ খেলবে বেঙ্গালুরু, মুম্বাই ও চেন্নাইতে। বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দিয়ে ৭ অক্টোবর তামিমদের বিশ্বকাপ মিশন শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৬:২৯:৪৬   ১১১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


আইপিএলে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজতামিম-রিশাদ ঝড়ে টাইগারদের সিরিজ জয়
শান্তর সেঞ্চুরি ও মুশফিকের ব্যাটিং নৈপুর্নে সিরিজে এগিয়ে বাংলাদেশ
বাংলাদেশ-শ্রীলংকা টি টুয়েন্টিছয় মেরে জয় এনে দিলেন শান্ত
মাহমুদউল্লাহ ও জাকেরের ঝড়ো ব্যাটিংয়েও জিততে পারলো না বাংলাদেশ
বিপিএল-২৪রংপুরকে হারিয়ে ফাইনালে তামিমের বরিশাল
টাইগারদের ব্যাটিং বোলিং কোচ হেম্প আর অ্যাডামস
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ৫ রানের হারে স্বপ্নভঙ্গ যুবাদের
জয় দিয়ে বিপিএল শুরু বরিশালের

আর্কাইভ