ভোলা ৩(লালমোহন ও তজুমদ্দিন)কে হবেন নৌকার মাঝি!বিএনপিতে হাফিজ।

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলা ৩(লালমোহন ও তজুমদ্দিন)কে হবেন নৌকার মাঝি!বিএনপিতে হাফিজ।
সোমবার, ২৬ জুন ২০২৩



খলিল উদ্দিন ফরিদ।।ভোলাবাণী।।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

আগামী  বছরের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। সারা বাংলাদেশের ন্যায় নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে  কুইন আইল্যান্ড খ্যাত বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ ভোলায়। ভোলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলার প্রতিটি চায়ের দোকান,খাবার হোটেল,পাড়া মহল্লায়,অলিতে গলিতে চলছে সম্ভাব্য  প্রার্থীদের নিয়ে নানা রকম মুখরোচক জল্পনা কল্পনা।

 

কে হবেন নৌকার মাঝি!বিএনপিতে হাফিজ।

লালমোহন ও তজুমদ্দিন উপজেলা নিয়ে ভোলা -৩ আসনটি গঠিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে দেশের প্রধান  বড় দুইটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) সহ অন্য রাজনৈতিক দলগুলোর একাধিক প্রার্থী’র নাম শোনা যাচ্ছে। তবে দেশের এত উন্নয়নের মাঝে এখানে উন্নয়নের তেমন একটা ছোঁয়া লাগেনি ।দলে বিভক্তির কারনে নিজস্ব বলয় শক্ত করতে মাদক,চাঁদাবাজ, ও সন্ত্রাসে প্রশ্রয় দেওয়ায় ভোট কমেছে ক্ষমতাসীনদের।দীর্ঘদিন  ক্ষমতা থেকে দুরে  থাকা বিএনপি’র অবস্থাও নাজুক।তবে তাদের সমর্থক ও ভোটারদের  মধ্যে রয়েছে ঐক্য।সুস্থ ভোটের সুযোগ পেলে সেটির প্রতিফলন ঘটবে এমনটাই দাবী স্থনীয়দের।
এদিকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ,বিএনপি,জাতীয় পাটি,ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ কয়েকটি দলের একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে।এরমধ্যে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে বর্তমান সংসদ সদস্য নুরন্নবী চৌধুরী শাওন,সাবেক সংসদ মেজর (অবঃ)জসীম উদ্দিন আহমেদ,বিবিএস গ্রুপ ও নাহী গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার,ইঞ্জিনিয়ার মোবাশ্বের আলী স্বপন মনোনয়ন চাইবেন বলে জনশ্রুতি রয়েছে।দলগতভাবে তদের  আলাদা আলাদা গ্রুপ রয়েছে।তবে বর্তমান সংসদ নুরন্নবী চৌধুরী শাওন ছাড়া অন্য কোন মনোনয়ন প্রত্যাশিকে দলীয় কার্যক্রমে অংশ গ্রহন করতে দেখা যায়নি।লালমোহন বাজারে চায়ের আড্ডায় কথা হয় একাধিক ভোটারের সাথে ,তাদের বেশি ভাগই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত।ভোলা ৩ আসনটি দীর্ঘদিন বিএনপি’র দূর্গ গুরিয়ে আওয়ামীলীগের দখলে রাখায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নুরুন্নবী চৌধুরী শাওনকে এগিয়ে রাখতে চান আওয়ামীলীগের নেতাকর্মীরা। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ গ্রহন করলে আওয়ামীলীগ নেতাকর্মীদের উর্জ্জীবীত রাখতে এবং আসনটি পুনরায় বিজয় নিশ্চিত করতে  নুরন্নবী চৌধুরী শাওনের বিকল্প নেই।যার কারনে স্থানীয়দের ধারনা তাকেই দেয়া হতে পারে আওয়ামীলীগের মনোনয়ন।

অপরদিকে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী সাবেক ৬ বারের সংসদ সদস্য মেজর(অবঃ)হাফিজ উদ্দিন আহমদ।এছাড়ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম,সুপ্রিমকোর্ট শাখার যুগ্ন সম্পাদক এ্যাডভোকেট মোঃ কামাল হোসেন,মার্শাল হিমু,চরভূতা ইউনিয়ন চেয়ারম্যান আক্তারুজ্জামান টিটবের নাম জনশ্রুতি পেয়েছে।ভোলা ৩ আসনে বিএনপি’র  নেতাকর্মীদের কোন সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়নি,বিধায় নিস্কৃয় হয়ে রয়েছে দলটি।

এছাড়া জাতীয় পার্টি (জাপা)সম্ভাাব্য প্রার্থী হিসাবে ভোলা জেলার সাধারণ সম্পাদক নুরুন নবী সুমন,ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মোঃ মেসলেমউদ্দিনের নাম শোনা যাচ্ছে।
পরিসংখ্যানে দেখা যায় জাতীয় সংসদের ১১৭ নং আসনটি ১ পৌরসভা ও ১৪ টি ইউনিয়ন নিয়ে গঠিত।এর ভোটার সংখ্যা ২৯৩৫৪৭ জন।যার মধ্যে নারী ১৪৫০৫৭ ও পুরুষ ১৪৮৪৯০ জন।
১৯৮৬ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত নির্বাচিত সংসদ সদস্য ছিলেন বিএনপি’র বর্তমান ভাইস প্রেসিডেন্ট মেজর (অবঃ)হাফিজ উদ্দিন আহমদ।তিনি ১৯৮৬ সালে জাতীয় পাটি ও ১৯৯১ স্বতন্ত্র প্রার্থী হিসাবে জয়লাভ করেন।তার হাত ধরেই ভোলা ৩ আসনটি বিএনপি’র দূর্গে পরিনত হয়।তবে ২০০৮ সালে নবম জাতী সংসদ নির্বাচনে বিএনপি’র দূর্গে আঘাত হেনে আসনটি লাভ করেন বাংলদেশ আওয়ামীলীগ মনোণীত প্রার্থী মেজর (অবঃ)জসীম উদ্দিন আহমেদ।অক্টোবর ২০০৯ সালে সুপ্রিমকোর্ট মেজর (অবঃ)জসীম উদ্দিন আহমদ এর প্রার্থীতা অবৈধ ঘোষনা করে রুলিং জারি করায় মাত্র দেড় বছরের মাথায় সংসদ সদস্য পদ হারান তিনি।এরপর ২০১০ সালের ২৪ এপ্রিল উপ-নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামীলীগ মনোণীত প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন।সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নুরুন্নবী চৌধুরী শাওন তার রাজনৈতিক দক্ষতায় তার প্রতিপক্ষ রাজনীতিকদের কোনঠাসা করে ফেলে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচন ও ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

সাধারণ মানুষের পাশাাপাশি ভোলা ৩ আসনের হালহকিকত নিয়ে কথা হয় সেখানকার রাজনীতিবিদদের সাথে ।তারা বলেন,দলীয় মনোনয়ন পেলে আমরা নির্বাচনে প্রতিদন্ধীতা  করবো। নেতৃবৃন্দ বলেন, আমরা রাজণীতি করি সাধারণ মানুষের কল্যাণে ,মানুষ যেটা রায় দিবেন আমরা সেটাই মেনে নিবো।

দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেন ভোলা ৩ আসনের সাবেক সংসদ সদস্য জনাব মেজর(অবঃ)জসিম উদ্দিন আহমেদ।তিনি বলেন,এখানে আওয়ামীলীগে  কোন বিভাজন নেই হয়তো দলীয় মনোনয়ন প্রত্যাশিদের অনুসারি আছে।আমি মনোনয়ন পেলে সবাইকে সাথে নিয়ে এক সাথে কাজ করবো।এখন যারা কাজ করছেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে,তারা যেন সে পরিবেশ বজায় রাখেন।

এ ব্যাপারে লালামোহন উপজেলা আওয়ামীলীগের সাধরণ সম্পাদক জনাব, মোঃফখরুল আলম হাওলাদার বলেন, সন্ত্রাসের জনপদ লালমোহনে নুরনবী চৌধুরী শাওন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি শতভাগ সস্ত্রাস নির্মূল করেছেন।আগের তুলনায় এখানকার আওয়ামীলীগ সাংগঠনিক দিক দিয়ে অনেক শক্তিশালী।প্রতিটি ওয়ার্ডে সকল অংগ সংগঠনের কমিটি আছে।সকল দলীয় নেতাকর্মীরা  দলীয় কাজে তৎপর।আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী’র প্রতি শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা বির্নিমানে যাকে নৌকা মার্কা দিবে তার পক্ষেই কাজ করবো।তবে আমার বিশ্বাস আমার নেত্রী নুরুন্নবী চৌধুরী শাওনকে দলীয় মনোনয়ন দিবে।

এ ব্যাপারে তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের সাধরণ সম্পাদক জনাব,ফজলুল হক দেওয়ান বলেন,  সন্ত্রাস,নদীভাঙন কবলিত ও অবহেলিত জনপদ তজুমদ্দিন। নুরনবী চৌধুরী শাওন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি সস্ত্রাস নির্মূলের পাশাপাশি নদী ভাঙনরোধ সহ ব্যাপক উন্নয়ন করেছেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২০ শয্যা থেকে ৫০ শয্যায় উর্ন্নীত করন,চরাঞ্চাচলে ১০০ ভাগ বিদ্যুতের আওতায় আনা হয়েছে।আগের তুলনায় এখনকার আওয়ামীলীগ অনেক বেশি উজ্জীবিত ও শক্তিশালী।আগামি দ্বাদশ জাতীয় সংসদ  নির্বাচনে নুরনবী চৌধুরী শাওন দলীয় মনোনয়ন পেলে আমরা নৌকার বিজয়ে কাজ করবো।

দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেন লালমোহন উপজেলা বিএপি’র সদস্য সচিব জনাব মোঃসফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েতের সাথে।তিনি বলেন, নুরনবী চৌধুরী শাওন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন।বিএনপি’র সকল নেতা কর্মীর নামে একাধিক মামলা দিয়েছেন।তারা সাভাবিক জীবন যাপন করতে পারছেন না। মামলা হামলায় জর্জরিত নেতা কর্মী এলাকার বাহিরে থাকায় কোন রাজনৈতিক কর্মকান্ডে অংশ গ্রহন করতে পারেন না। আমাদের  সকল অংগ সংগঠনের ওয়ার্ড ভিত্তিক কমিটি দেয়া আছে এবং তারা খুবই সংগঠিত।আমাদের নেতা মেজর (অবঃ)হাফিজ উদ্দিন আহমেদ ছাড়া কোন বিকল্প প্রার্থী ভোলা ৩ আসনে নেই।বিএনপি যদি দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ গ্রহন করে তাহলে অবশ্যই আমরা বিজয়ী হবো।

বাংলাদেশ সময়: ৬:৫৮:২৯   ৩৭১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


যাকে ভুলে এ জাতির উন্নতি সম্ভব নয়
পদত্যাগে রাজি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী
সবাইকে সামাজিক ব্যবসা করার আহ্বান ড. ইউনূসের
ভোলায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
তজুমদ্দিনে আড়ালিয়া মাদ্রাসায় বিশৃংখলার প্রতিবাদে সংবাদ সম্মেলন।
স্বস্তিকার পোস্ট দেখে হতবাক ভক্তরা
ভারতের বিপক্ষে টেস্টের দল ঘোষণা বিসিবির
আজ খান বাহাদুর নুরুজ্জামান এমবিইর ৫২তম মৃত্যুবার্ষিকী
ভোলায় নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
আঙুলের ছাপ আল্লাহর বিস্ময়কর সৃষ্টি

আর্কাইভ