শাহাবুদ্দিন রিপন শান আহবায়ক ও আশরাফুল আলম সজিব সদস্য সচিববাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ভোলা জেলা কমান্ডের আহবায়ক কমিটি গঠন

প্রথম পাতা » প্রধান সংবাদ » শাহাবুদ্দিন রিপন শান আহবায়ক ও আশরাফুল আলম সজিব সদস্য সচিববাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ভোলা জেলা কমান্ডের আহবায়ক কমিটি গঠন
সোমবার, ২৬ জুন ২০২৩



স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।।

মুক্তিযুদ্ধের মুল্যবোধে সমাজগঠন এবং সর্বস্তরে সামাজিক ন্যায়বিচার ও মানবতা প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দ্বীপজেলা ভোলায় আত্মপ্রকাশ করলো জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল স্বীকৃত সংগঠন- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ।

শাহাবুদ্দিন রিপন শান আহবায়ক,আশরাফুল আলম সজিব সদস্য সচিব

একাত্তরের রণাঙ্গনের বীরমুক্তিযোদ্ধা শিক্ষাবিদ মরহুম সাালাউদ্দিন মিয়ার সন্তান ও আন্তর্জাতিক গণমাধ্যম ইউরোাংলা টাইমসের ম্যানেজিং এডিটর কবি কণ্ঠশিল্পী শাহাবুদ্দিন রিপন শানকে আহবায়ক এবং বীর মুক্তিযোদ্ধা ইউনুস মিয়ার সন্তান জাতীয় দৈনিক আজকের দর্পণের ভোলা জেলা প্রতিনিধি আশরাফুল আলম সজিবকে সদস্য সচিব করে ৭৩ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটির লিখিত অনুমোদন দিয়েছেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বীরপুত্র মো. সোলায়মান মিয়া এবং মহাসচিব বীরপুত্র সফিকুল ইসলাম বাবু।মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ভোলা জলা কমান্ডের যুগ্ম আহবায়কগণ হচ্ছেন, বীরপুত্র আবৃত্তিশিল্পী মো. আবু সাঈদ লিটন, সাংবাদিক দীন ইসলাম রুবেল, বীরতনয়া ও আরটিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার ফারজানা আহমেদ তানি, বীরপুত্র মো. আরাফাত হোসেন, জাতীয় চিত্রশালার সহকারী পরিচালক বীরপুত্র মাহাবুবুর রহমান সুজন, মুক্তিযুদ্ধের মহান সংগঠক ও সাবেক এমপি শহীদ মোতাহার উদ্দিন মাস্টারের সন্তান মনজুর উর রশিদ তাপস, বীরপুত্র শাহ মনিরুজ্জামান, বীরপুত্র মোহাম্মদ আলী বেলাল, বীরযোদ্ধা মরহুম কাজী আব্দুর রউফের সন্তান গাজী মো. তাহেরুল আলম লিটন, বীরপুত্র মো. মেহেদী হাসান,বীরপুত্র মো. আল মামুন, বীরপুত্র মো. শরিফুল আলম, বীরপুত্র মো. হুমায়ুন কবির, বীরপুত্র সাংবাদিক আদিল হোসেন তালুকদার, বীরপুত্র মো. হেলাল উদ্দিন, বীরপুত্র মো. মজিবুর রহমান এবং বীরপুত্র মো. সাইফুল ইসলাম চৌধুরী।

আহবায়ক কমিটির গুরুত্বপূর্ণ সদস্যগণ হলেন, সরকারি শাহবাজপুর কলেজের সহকারী অধ্যাপক আকলিমা বেগম, দক্ষিণ আইচা কলেজের অধ্যক্ষ সাংবাদিক বীরপুত্র আবুল হাশেম মহাজন, নীলিমা জ্যাকব কলেজের অধ্যক্ষ বীরপুত্র মনির আহমেদ শুভ্র, একাত্তরের বীরশহীদ ল্যান্সনায়েক জামালউদ্দিন মিয়ার কন্যা দিলওয়ারা বেগম নাজমা, শাহানা শান নাসিমা, হাসিনা শান হাসি, বীরযোদ্ধা কামাল মিয়ার সন্তান সুফিয়া পারভিন, কাওসার পারভিন, একেএম গিয়াসউদ্দিন মুরাদ, জহিরুদ্দিন ফরহাদ, নেছারুদ্দিন রাসেল, কামরুন নাহার সুইটি, বীরযোদ্ধা সাালাউদ্দিন মিয়ার সন্তান শরিফ উদ্দিন শান টিপু, মো. রুবেল শান, তজুমুদ্দিন হোসেনে আরা চৌধুরী কলেজের অধ্যক্ষ বীরপুত্র সাংবাদিক হেলাল উদ্দিন সুমন, বীরযোদ্ধা আব্দুল মান্নানের সন্তান ও উপজেলা নির্বাহী অফিসার চৌদ্দগ্রাম: মো. মাইনুল হাসান, শামীমা আক্তার শাহনাজ, মাহমুদুল হাসান মাসুম, বীরশহীদপুত্র মো.নাছির মৃধা, তজুমুদ্দিন উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান বীরপুত্র মহিউদ্দিন পোদ্দার, বীরপুত্র নিজাম উদ্দিন পোদ্দার, বীরপুত্র মো. হাছান খোরশেদ, বীরপুত্র আবুল হোসেন হৃদয়, বীরপুত্র জাহিদুল ইসলাম সোহাগ, বীরকন্যা শিলা আক্তার লায়লা,বীরপুত্র ছায়েদুর রহমান সুমন, বীরপুত্র জোবায়ের কুদ্দুস, বীরপুত্র মোহাম্মদ ফয়সাল প্রমুখ।

আগামী ডিসেম্বরে মহান বিজয়ের মাসে আনুষ্ঠানিক সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ভোলা জেলা কমান্ড কাউন্সিলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর চেয়ারম্যান বীরপুত্র মোহাম্মদ সোলায়মান মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি থাকবেন মহাসচিব সফিকুল ইসলাম বাবু।

বাংলাদেশ সময়: ৬:১৫:০৮   ১৩৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


বাংলার প্রথম ‘ম্যাট্রিক পাস’ কারা ছিলেন?
রেজিলিয়েন্ট হোমস্টেট এন্ড লাইভলিহুড সাপোর্ট টুদ্যা ভারনালেবল কোস্টাল পিপল অব বাংলাদেশ শীর্ষক আলোচনায়ভোলায় দুর্যোগের সম্মুখিন হওয়া মানুষদের বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: জেলা প্রশাসক
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ: মোহাম্মদ ইউনুস
উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ মনপুরায় শেষ দিনে ৯ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল ॥
মনপুরায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরন ॥
মনপুরায় কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে অবহিতকরন সভা অনুষ্ঠিত
উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল
দক্ষিণ আইচায় ধান ক্ষেতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
ভোলায় লাশ গোসলের আধুনিক স্থাপনা গড়ে তোলা হবে: জেলা প্রশাসক

আর্কাইভ