চরফ্যাশন অফিস॥ভোলাবাণী।।
চরফ্যাশনে অবৈধ ভাবে আনা ১০ কেভির একটি নতুন ট্রান্স ফর্মার জব্দ করেছে ভোলা পল্লি বিদ্যুৎ সমিতি, চরফ্যাশন জোনাল অফিসের কর্মকর্তারা। গোপন সংবাদের ভিত্তিতে পল্লি বিদ্যুতের ডিজিএম মো. মিজানুর রহমানের নির্দেশে এজি এম মো. মহি উদ্দিন চরফ্যাশন পুর্ব বাজারের লঞ্চঘাট এলাকার একটি ওয়ার্কসফ দোকান থেকে রবিবার ট্রান্স ফর্মারটি জব্দ করে পল্লি বিদ্যুৎ অফিসে নেয়।

ভোলা পল্লি বিদ্যুতের চরফ্যাশন জোনাল অফিসের এজিএম মো. মহি উদ্দিন বলেন, গোপন সংবাদে চরফ্যাশন বাজারের পূর্ব প্রান্তে লঞ্চঘাট সংলগ্ন জসিমের ওয়ার্কসফে ৭টি ট্রান্স ফর্মার আছে জেনে সেখানে গেলে ওয়ার্কসফ মালিক জসিম ট্রান্স ফর্মারগুলো ওসমানগঞ্জের জনৈক প্রিন্স এনেছে বলে জানায়। প্রিন্স এসে ৬টি ট্রান্সফর্মার ভিকার থেকে কের্নার স্বপক্ষে কাগজ দেখালেও বিআর ইবির সিল এবং কন্টাক্ট নম্বর সম্বলিত ট্রান্স ফর্মারটি ক্রয়ের স¦পক্ষে কাগজ দেখাতে না পারায় এটি আমাদের হেফাজতে নিয়ে এসেছি। এই কর্মকর্তা আরো জানান, প্রিন্স বিআর ইবির সিল এবং কন্টাক্ট নম্বর সম্বলিত ট্রান্সফর্মারটি ক্রয়ের স্বপক্ষে কাগজ আছে বললেও আসলে সে এটির কাগজ দেখাতে পারবেনা। কারণ এটি বিআর ইবির সিল এবং কন্টাক্ট নম্বর দিয়ে পল্লি বিদ্যুতের কাছে বিক্রি করা।ভোলা পল্লি বিদ্যুতের চরফ্যাশন জোনাল অফিসের ডিজি এম মো. মিজানুর রহমান বলেন, ক্রয়ের স্বপক্ষে কাগজ না থাকায় বিআর ইবির সিল এবং কন্টাক্ট নম্বর সম্বলিত ট্রান্সফর্মারটি আমাদের হেফাজতে রেখে পল্লি বিদ্যুতের সকল অফিসে ম্যাসেজ পাঠানো হয়েছে। ম্যাসেজের জবাব প্রাপ্তি সাপেক্ষে এবিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭:৪০:০৫ ১৪২ বার পঠিত |