হৃতিকের সঙ্গী হচ্ছেন কিয়ারা!

প্রথম পাতা » প্রধান সংবাদ » হৃতিকের সঙ্গী হচ্ছেন কিয়ারা!
সোমবার, ১৯ জুন ২০২৩



ভোলাবাণী বিনোদন ডেক্স।।  একের পর এক চমক দিয়ে যাচ্ছে বলিউডের খ্যাতনামা প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস। প্রথম চমকটি দেয় পরিচালক বদলে অয়ন মুখোপাধ্যায়কে ‘ওয়ার ২’-এর নির্দেশকের আসনে বসিয়ে। এরপরের চমক ছিল আরও বড়। তেলেগু অভিনেতা জুনিয়র এনটিআরকে কাস্ট করেন হৃতিক রোশনের বিপরীতে। এবার জানা গেল তৃতীয় চমকের কথা। ছবিটিতে প্রধান নারী চরিত্রে কাস্ট করা হয়েছে বলিউডের লাস্যময়ী অভিনেত্রী কিয়ারা আদভানিকে।

 

বলিউডের লাস্যময়ী অভিনেত্রী কিয়ারা আদভানি

সূত্রের খবর, সব কিছু ঠিকঠাক এগোলে কিয়ারাই হচ্ছেন এই ছবির লিড হিরোইন।‘ওয়ার’ সিনেমায় হৃতিকের বিপরীতে নায়িকা ছিলেন বাণী কাপুর। তবে সিনেমার গল্পে তার চরিত্রটি খুন হয়ে যায়। তাই স্বাভাবিকভাবেই ভক্তদের মনে প্রশ্ন জেগেছিল, দ্বিতীয় কিস্তিতে কে হবেন হৃতিকের নায়িকা?স্পাই ইউনিভার্সে কিয়ারার ভূমিকা কী হবে তা নিয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি। ছবিতে তিনি গুপ্তচরের ভূমিকায় থাকবেন নাকি স্রেফ হৃতিক কিংবা এনটিআরের বিপরীতে দেখা যাবে, সে বিষয়টি এখনো পরিষ্কার নয়।যদিও যশরাজ ফিল্মস কিংবা কিয়ারা আদভানি টিমের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো ঘোষণা আসেনি। তবে বলিউডের বাতাসে জোর গুঞ্জন, কিয়ারাই হচ্ছেন হৃতিকের সহঅভিনেত্রী। সেই সঙ্গে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে ক্যাটরিনা ও দীপিকার সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন তিনি।

প্রসঙ্গত, গত বছর ‘ব্রহ্মাস্ত্র’ বানিয়ে তাক লাগিয়ে দেওয়া তরুণ পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ওপরেই ভরসা রেখেছে যশরাজ ফিল্মস। আর তাই তার হাতেই সপে দেওয়া হলো ‘ওয়ার ২’-এর নির্দেশনার দায়িত্ব। স্পাই ইউনিভার্সের পঞ্চম সিনেমা হিসেবে নাম লেখাতে ছবিটি। এর আগে এই ইউনিভার্সের চারটি সিনেমা (‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’ ও ‘পাঠান’) মুক্তি পায়। সব কিছু ঠিক থাকলে এ বছরের শেষের দিকেই ‘ওয়ার ২’-এর শুটিং শুরু হয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১৬:২৭:৩৬   ১১২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও ভোলায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পাচ্ছেন না গ্রাহকরা।
লালমোহনে জাগোনারী’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
গুজবে কেউ কান দেবেন নাঅটো চেয়ারম্যান হওয়ার দিন শেষ জনগনের ভোট লাগবে: মোহাম্মদ ইউনুছ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥

আর্কাইভ