ভোলায় টানা বিদ্যুৎ বিপর্যয়ের কারনে এইচএসসি পরীক্ষার্থীরা বিপাকে।

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় টানা বিদ্যুৎ বিপর্যয়ের কারনে এইচএসসি পরীক্ষার্থীরা বিপাকে।
সোমবার, ২৪ এপ্রিল ২০১৭



---ভোলাবাণী ডেক্স: দুর্যোগপূর্ন আবহাওয়ার কারনে ভোলায়  চরম বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের কারনে গত চারদিন ধরে গড়ে সকল উপজেলার গ্রাহকরা ৩/৪ ঘন্টার বেশী বিদ্যুৎ পাচ্ছেন না। এতে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ।
বিদ্যুৎ সমস্যার কারনে বন্ধ হয়ে গেছে ছোট বড় কারখানার উৎপাদন। এছাড়ও চলতি এইচএসসি পরীক্ষার্থীরাও পড়ছেন বিপাকে।
টানা বিদ্যুৎ বিপর্যয়ের কারনে দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, লালমোহন ও চরফ্যাশন উপজেলার এক লাখ ৪০ হাজারের বেশী গ্রহন ক্ষুদ্ধ হয়ে উঠেছেন। বিদ্যুতের অভাবে চলছে না বিদ্যুতিক সরঞ্জাম, বিঘœ ব্যবসায়ীক কাজেও। অফিসগুলোতেও কার্যক্রম বিঘœ ঘটছে। জনজীবনে নেমে এসেছে অচলাবস্থা। কবে নাগাত বিদ্যুৎ মিলবে তা বলতে পারছেনা বিদ্যুৎ বিভাগ।
ভোলা পল্লি বিদ্যুৎ সমিতির ডিজিএম শাহীন রেজা ফরাজি জানান, গত কয়েকদিন থেকে বৈরী আবহাওয়া ও ঝড়ো বাতাসের কারনে ৯৪ কিলোমিটার সঞ্চালন লাইনে বিপর্যয় দেখা দিয়েছে। কোথায় গাছ পড়ে কোথায় লাইন ছিড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে হচ্ছে। তাই এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হচ্ছে না, তবে লাইনম্যানগন ২৪ ঘন্টা লাইন মেরামতের কাজে নিয়োজিত রয়েছে। বৈরী আবহাওয়া কেটে গেলে হয়ত নিয়মিত বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে।
এদিকে ভোলার সাড়ে ৩৪ মেগাওয়াট পাওয়ার প্লান্টের সহকারি ম্যানেজার হাফিজুর রহমান বলেন, জেলায় ১৮ মেগাওয়ার্ট চাহিদার বিপরীতে আমরা সরবরাহ করছি কিন্তু গ্রীড লাইনে বিপর্যয়ের কারনে বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ সরবরাহ করতে পারছেনা।
শাহবাজপুর গ্যাস ক্ষেত্রের ইনচার্জ জিল্লুর রহমান বলেন, তিনটি কুপ থেকে আমরা পর্যপ্ত গ্যাস উত্তোলণ করছি কিন্তু বিদ্যুৎ বিভাগ গ্যাস নিতে পারছেনা। যে কারনে গত কয়েকদিন থেকে ২টি কুপ বন্ধ রাখা হয়েছে। একটি কুপ থেকে জেলায় ১২ মিলিমিটার ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে যা থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। প্রয়োজন অনুসারে বিদ্যুৎ দিতে আমরা প্রস্তুত রয়েছি।
এদিকে ভোলার গ্যাস থেকে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করলেও বৈরী আবহাওয়ার কারনে বিদ্যুৎ সরবরাহ দিতে পারেছেনা বিদ্যুৎ বিভাগ। এতে ক্ষুদ্ধ হয়ে গ্রাহকরা।

বাংলাদেশ সময়: ১১:১৬:২১   ৫২৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


বাংলার প্রথম ‘ম্যাট্রিক পাস’ কারা ছিলেন?
রেজিলিয়েন্ট হোমস্টেট এন্ড লাইভলিহুড সাপোর্ট টুদ্যা ভারনালেবল কোস্টাল পিপল অব বাংলাদেশ শীর্ষক আলোচনায়ভোলায় দুর্যোগের সম্মুখিন হওয়া মানুষদের বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: জেলা প্রশাসক
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ: মোহাম্মদ ইউনুস
উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ মনপুরায় শেষ দিনে ৯ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল ॥
মনপুরায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরন ॥
মনপুরায় কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে অবহিতকরন সভা অনুষ্ঠিত
উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল
দক্ষিণ আইচায় ধান ক্ষেতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
ভোলায় লাশ গোসলের আধুনিক স্থাপনা গড়ে তোলা হবে: জেলা প্রশাসক

আর্কাইভ