মেসির ৫০০ গোলের মাইলফলক

প্রথম পাতা » খেলাধূলা » মেসির ৫০০ গোলের মাইলফলক
সোমবার, ২৪ এপ্রিল ২০১৭



---

স্পোর্টস ডেস্ক: বার্সেলোনার সিনিয়র দলে তার পথচলা শুরু ২০০৪-০৫ মৌসুমে । প্রায় এক যুগ ধরে ক্লাবটির হয়ে খেলছেন লিওনেল মেসি। বেশ কয়েকটি শিরোপা জিতেছেন। অনেক রেকর্ড গড়েছেন। মেসি তো স্বমহিমায় ভাস্বর। এবার কাতালান ক্লাবটির হয়ে ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

বার্সার হয়ে ৪৯৮ গোল নিয়ে মৌসুমের শেষ এল ক্লাসিকোতে মাঠে নামেন মেসি। ম্যাচের ৩৩ মিনিটে দুর্দান্ত এক গোল করেন আর্জেন্টাইন এই তারকা। রাকিতিচের বাড়ানো বলে কারভাহালকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান। ফলে ৫০০ গোল থেকে আর এক গোলের আক্ষেপ নিয়ে বিরতিতে যান মেসি।

বিরতি থেকে ফিরে অনেকবার চেষ্টা করলেও রিয়ালের জাল খুঁজে পাচ্ছিলেন না এই তারকা। অবশেষে ম্যাচ যখন ২-২ ড্রয়ের পথে ঠিক ওই সময় জ্বলে উঠলেন মেসি। ম্যাচের যোগ করা সময়ের শেষ মিনিটে দুরপাল্লার শটে নাভাসকে ফাঁকি দিয়ে দলকে এনে দিলেন অবিশ্বাস্য এক জয়। আর নিজে স্পর্শ করলেন বার্সার হয়ে ৫০০ গোলের মাইলফলক। আর এল ক্লাসিকোতে মেসির ২৩ গোলের ১৪টিই রিয়ালের মাঠে।

এ নিয়ে স্প্যানিশ লা লিগায় ৩৪৩ গোল করলেন মেসি। আর চ্যাম্পিয়ন্স লিগে তার গোল সংখ্যা ৯৪, কোপা দেল রেতে ৪৩, ইউরোপিয়ান সুপার কাপে ৩। স্প্যানিশ সুপার কাপে প্রতিপক্ষের জাল কাঁপিয়েছেন ১২ বার, আর ক্লাব বিশ্বকাপে ৫ বার।

বাংলাদেশ সময়: ১০:৩৭:৫০   ২১৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধূলা’র আরও খবর


ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
আইপিএলে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজতামিম-রিশাদ ঝড়ে টাইগারদের সিরিজ জয়
শান্তর সেঞ্চুরি ও মুশফিকের ব্যাটিং নৈপুর্নে সিরিজে এগিয়ে বাংলাদেশ
ভোলায় ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা
মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে উদ্যোগে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত ॥
বাংলাদেশ-শ্রীলংকা টি টুয়েন্টিছয় মেরে জয় এনে দিলেন শান্ত
মাহমুদউল্লাহ ও জাকেরের ঝড়ো ব্যাটিংয়েও জিততে পারলো না বাংলাদেশ
ভোলা সরকারি কলেজে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা বাচাই অনুষ্ঠিত

আর্কাইভ