স্ট্যাফ রির্পোটার।।ভোলাবাণী।। ভোলার লালমোহন থানা পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহীতে প্রশিক্ষণরত ৩৮ তম বিসিএস (পুলিশ) ব্যাচের ১২ জন সহকারী পুলিশ সুপারসহ মোট ১৪ জনের একটি দল।
লালমোহন থানায় আসলে তাদেরকে ফুল দিয়ে বরণ করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান।
শিক্ষা সফরের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে লালমোহন থানায় আসলে তাদেরকে ফুল দিয়ে বরণ করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান। পরে থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।ভারপ্রাপ্ত কর্মকর্তা অতিথিদের জ্ঞাতার্থে থানার সার্বিক দিক তুলে ধরেন ।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মোঃ মাসুম, সহকারী পুলিশ সুপার রুহুল, ওসি (তদন্ত) এনায়েত হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২:১০:২৯ ৯৮ বার পঠিত |