স্ট্যাফ রির্পোটার।।ভোলাবাণী।। বরিশাল বিভাগীয় বিএনপির সমাবেশে যোগ দেওয়ার পথে গত ৫ই নভেম্বর ভেদুরিয়া ঘাটে আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এমন অভিযোগ এনে শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি ভোলা সদর উপজেলা বিএনপির আহবায়ক আসিফ আলতাফ কে প্রধান আসামী করে ভোলা সদর থানায় একটি মামলা করেন। যার মামলা নং-৮।

মামলায় অন্যন্য আসামীগন হলেন ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ টুমেন, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক ভিপি সেলিমসহ ৩৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৫০/৬০ জনের নাম রয়েছে।ওই মামলায় আজ (০৮/১১/২০২২) তারিখ ঢাকার মহামান্য হাইকোর্টে ব্যারিস্টার কায়সার কামাল ও এডভোকেট আবদুল জব্বার এর মাধ্যমে জামিন আবেদন করলে হাইকোর্টের বিচারপতি মোস্তফা ইসলাম ও বিচারপতি আমিনুল ইসলাম সমন্বয়ে গঠিত ২৩ নং কোর্ট সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাসেল মাহমুদ কে জিম্মাদারী দিয়ে তাদের আগাম জামিন দিয়েছেন।
এদিকে এই মামলা প্রত্যাহারের দাবীতে আজ বেলা ১২ টায় ভোলা সদর রোডে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন বিএনপি নেতা হুমায়ুন কবির সোপান, এনামুল হক, হেলাল উদ্দিন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২:৩৬:১২ ৮৭ বার পঠিত |