এম এ আশরাফ।। দৌলতখান প্রতিনিধি।। ‘নিরাপদ মাছে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানকে সামনে নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে দৌলতখানে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পোনা অবমুক্ত করা হয়েছে।
রবিবার সকাল ১০ টার সময় উপজেলা কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে একই স্থানে এসে মিলিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইনের সভাপতিত্বে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, দৌলতখান পৌরসভা মেয়র জাকির হোসেন তালুকদার, আনোয়ার হোসেন জাহাঙ্গীর, পৌরসভা মহিলা কাউন্সিলর আমেনা বেগম, চরখলিফা ইউপি চেয়ারম্যান অমি চৌধুরী।
এ অনুষ্ঠানে মৎস্য খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্ষেত্রে জাতীয় মৎস্য পদক প্রদান করা হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
সিনিয়র মৎস্য কর্মকর্তা বলেন, নিরাপদ মাছ সবার কাছে পৌঁছে দেওয়া যায় ও নিরাপদ অবস্থানটাকে নিশ্চিত করতে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি। মাছ আমাদের বাঙালি জাতির কৃষ্টির অন্যতম অংশ। ভাতে মাছে বাঙালি সেই ঐতিহ্যকে আমরা ফিরিয়ে আনতে চাই। মাছ শুধু আমরা নিজেরাই খাবো না। বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাই। মাছ চাষের মাধ্যমে বেকারত্ব দূর হবো উদ্যোক্তা তৈরি হবে।
বাংলাদেশ সময়: ১৬:৪৩:২৩ ১১০ বার পঠিত |