চরফ্যাশনে ভেসে এলো পাথর বোঝাই বিদেশি জাহাজ।।

প্রথম পাতা » দক্ষিণ আইচা » চরফ্যাশনে ভেসে এলো পাথর বোঝাই বিদেশি জাহাজ।।
বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২




এ.আর.রাসেল।।ভোলাবাণী

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচরের কাছে ভেসে এসেছে  “আলকু্বতান” নামের একটি বিদেশি বিশাল জাহাজ।

চরফ্যাশনে ভেসে এলো পাথর বোঝাই বিদেশি জাহাজ।।বৃহস্পতিবার সকালে  বিছিন্ন দ্বীপ চরনিজামের পূর্ব পাশে স্থানীয়রা জাহাজ টি ভাসমান অবস্থায় দেখতে পায়।

লোকজনবিহীন জাহাজে রয়েছে একটি ভেকু মেশিন,একটি পাথর ভাঙার মেশিন,পাথর সহ অন্যান্য প্রয়োজনীয় মালামাল।

স্থানীয়দের ধারণা জাহাজটিতে প্রায় ৩০ লাখ টাকার মালামাল রয়েছে।

জাহাজটি ভাসমান অবস্থায় এবং লোকহীন দেখে লোকজন স্থানীয় চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনকে জানায়।

ঢালচর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার বলেন, জাহাজটি চরনিজামের পূর্ব পাশে ভাসমান অবস্থা দেখতে পেয়ে  স্থানীয়রা আমাকে জানায়। বৈরী আবহাওয়ার কারণে ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি।

তবে জাহাজটিকে হেফাজতে আনার চেষ্টা চালাচ্ছেন বলে জানান।

উপজেলা নির্বাহী অফিসার  আল নোমান রাহুল বলেন, আলকুবতান নামের একটি আরব আমিরাতের বিদেশি জাহাজ চরনিজামে ভেসে এসেছে শুনছি।

চরমানিকা কোষ্ট গার্ড,  সহ স্থানীয় থানা পুলিশকে বলা হয়েছে। রাতে মনপুরা থানা পুলিশের হেফাজতে  পাহারার ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ সময়: ২০:৫৫:১৯   ৯৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দক্ষিণ আইচা’র আরও খবর


দক্ষিণ আইচায় ২৫ বছর করে দণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার
দক্ষিণ আইচায় স্কুল ছাত্র নয়নের রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত লঞ্চ ভাসছে পানিতে
দক্ষিণ আইচায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
ভোলায় ২৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করেছ
দক্ষিণ আইচায় প্রতিপক্ষের হামলায় দুই নারী আহত
দুই চেয়ারম্যানের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব উদযাপন
১২ বছর পালিয়ে থেকে ও শেষ রক্ষা পেলেন না নুর মোহাম্মদ
দক্ষিণ আইচায় নৌকার প্রার্থী এমপি জ্যাকব এর উঠান বৈঠক
দক্ষিণ আইচায় এক স্কুল ছাত্রীকে অপহরণ, মুচলেকায় মুক্তি

আর্কাইভ