বঙ্গবন্ধুর বই ‘বাংলাদেশ’ প্রকাশিত

প্রথম পাতা » বিশেষ প্রতিবেদন » বঙ্গবন্ধুর বই ‘বাংলাদেশ’ প্রকাশিত
শনিবার, ১ এপ্রিল ২০১৭



---ভোলাবানী: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা প্রবন্ধ, বক্তৃতা, বিবৃতি, বাণী, নির্দেশ, সাক্ষাৎকার ও ছবি নিয়ে প্রকাশিত হয়েছে ‘বাংলাদেশ’ নামে একটি বই। তথ্যবহুল এই বইয়ে স্থান পেয়েছে বঙ্গবন্ধুর লেখা পাঁচটি প্রবন্ধ, ৫২৭টি বক্তৃতা-বিবৃতি, ৩২ টি বাণী, ১৭ টি নির্দেশ, ৩টি সাক্ষাৎকার, বহু উপাধিতে ভূষিত শেখ মুজিবুর রহমানকে নিয়ে ১২টি বিষয়, ১৭ টি ঐতিহাসিক দলিলপত্র এবং ২২১টি দুর্লভ ছবি । বইটি সম্পাদনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম এবং বঙ্গবন্ধু ললিতকলা একাডেমির প্রধান নির্বাহী মো. জাহিদ হোসেন।

শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে বইটির বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে উপাচার্য আরেফিন সিদ্দিক বলেন, সংক্ষিপ্ত ৫৫ বছরের বঙ্গবন্ধুর জীবনের ৩৮ বছরই রাজনৈতিক জীবন। ছাত্র থাকাকালেই সাধারণ শিক্ষার্থীদের জন্য সংগ্রাম করেছেন। একাত্তরে সাড়ে সাত কোটি মানুষ বঙ্গবন্ধুর দীক্ষা নিয়ে লড়াই সংগ্রামে ঝাপিয়ে পড়েছিল। তাই বঙ্গবন্ধুৃর সোনার বাংলা গড়তে ১৬ কোটি মানুষকে বঙ্গবন্ধুর দীক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। এ জন্য বঙ্গবন্ধুকে জানতে হবে। আর বঙ্গবন্ধুর ‘বাংলাদেশ’ গ্রন্থটি তরুণ প্রজন্ম সহ সব বয়সের মানুষকে পথ নির্দেশ পেতে সহায়তা করবে।

বঙ্গবন্ধুর স্মৃতি সংরক্ষণ প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদের জন্য বিরল সম্পদ। তিনি আমাদের মাঝে না থাকলেও যারা বঙ্গবন্ধু দর্শন ধারণ করে তারা বঙ্গবন্ধুর প্রতিনিধিত্ব করেন। বঙ্গবন্ধুর স্মৃতি নিয়ে গবেষণা, রচনা নতুন প্রজন্মের জন্য অব্যহত রাখতে হবে।

উপাচার্য জানান, বইটি সম্পাদনা করতে দশ বছর সময় লেগেছে। সকল তথ্য অনেক নির্ভুলভাবে তুলে ধরা হয়েছে বইটিতে।

১০৮০ পৃষ্ঠার এই বইয়ের মূল্য ২৫০০ টাকা। বইটি পাওয়া যাবে- সাহিত্য প্রকাশ, প্রিতম ভবন, ৪২ তোপখানা রোড, ঢাকা।

বাংলাদেশ সময়: ১৬:১৩:০৮   ২৫৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশেষ প্রতিবেদন’র আরও খবর


দক্ষিণ আইচায় স্কুল ছাত্র নয়নের রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত লঞ্চ ভাসছে পানিতে
দেশে অর্ধেকের বেশি নারীর বাল্যবিয়ে হয়’
টাঙ্গাইল শাড়ি চিনবেন কীভাবে
ভোলায় চলছে জাটকা নিধন ॥ ইলিশের উৎপাদন নিয়ে শঙ্কা
ভোলায় শৈত্যপ্রবাহে হাঁড় কাঁপানো শীতে জনজীবন বিপন্ন
ভোলার বন্ধন হেলথ কেয়ার চালু করল অনলাইন নার্সিং হোম সার্ভিস
দুই গ্রুপের দ্বন্দ্বে স্কুল উধাওচরফ্যাশনে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান
পরিবারিক ভ্রমণের জন্য ৪ টিপস
তজুমদ্দিনে সরকারি নলকূপ অকেজো, গরমে তীব্রতায় পানি সংকট।
ভোলায় আরো ৫ কূপ খননের পরিকল্পনাদেশর ২৯তম গ্যাস ক্ষেত্রর মর্যাদা পেয়েছে ইলিশা-১ কূপ।

আর্কাইভ