চরফ্যাসন দুলার হাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষর হামলায় আহত ৪

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাসন দুলার হাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষর হামলায় আহত ৪
সোমবার, ২৬ অক্টোবর ২০২০



---মিজানুর রহমান।। ভোলা বাণী।।  দুলার হাট প্রতিনিধি।। চরফ্যাশনের নুরাবাদে প্রতিপক্ষের  হামলায় নারী পুরুষ সহ ৪ জন গুরুতর আহত হয়েছে । আহতদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আহতরা হলেন দিদার হোসেন(১২), মোঃ রফিজল(৪৮), জাহানারা(৪০), আরজু(২৩)।রবিবার (২৫ অক্টোবর) নুরাবাদ ইউনিয়নের ৭ং ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে।


জানা যায়,রবিবার (২৫ অক্টোবর) সকাল ৭:৪৫ মিঃ এর সময়  রুহুল আমীন মিয়ার বাড়ির সামনে কাল বোটের  পাসে মাছ শিকার করেন দিদার হোসেন। বাবুল(২৫) এর সাথে মাছের থলে দেখা নিয়ে কথার কাটাকাটি করার সময় দিদার হোসেন বাবুল কে তুই করে বলাতে বাবুল তাকে মারধর করে। দিদার হোসেনের ডাক-চিৎকার শুনে  তার মা জাহানারা বেগম তাকে উদ্ধার  করতে গেলে তাকেও মারধর করে।


ঘটনাস্থলে এ নিয়ে ডাক-চিৎকার শুনে  বাবুলের বাবা সেলিম(৪৫) মা মালেকা(৩৮) ভাই আহাদ(১৮) ও দিদার হোসেনের বাবা রফিজল(৪৮) এবং তার ভাবি আরজু(২৩) ছুটে আসেন। এসব নিয়ে কথা কাটাকাটি করে  বাবুলের বাবা ভাই ও মা সহ দিদার হোসেন ও তার ভাবি, মা, বাবার উপর লাঠি সোটা নিয়ে হামলা চালিয়ে তাদের গুরুতর আহত করেন।


দিদারের মা জাহানারা বলেন ঘটনা স্থলে আমাদের মারধর করে আমার ও আমার  ছেলের বউ আরজু বেগমের নাক কানের মোট ১৩আনা স্বর্ন অলংকার তারা চিনিয়ে নিয়ে গেছে।


এবিষয়ে প্রতিপক্ষ বাবুল সংবাদকর্মীদের সঙ্গে কথা বলতে রাজি হননি।


এ অভিযোগে দুলার হাট থানার অফিসার ইনচার্জ মুরাদ হোসেন জানান,  উভয় পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩:৫৭:২৪   ৩৮৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি
অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞায় দুর্দশায় জেলেরা

আর্কাইভ