চরফ্যাশনে মাছ ধরার সময় নদীতে পড়ে জেলে নিখোঁজ, পরিবারে শোকের মাতম

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে মাছ ধরার সময় নদীতে পড়ে জেলে নিখোঁজ, পরিবারে শোকের মাতম
শনিবার, ২৫ জুলাই ২০২০



---মিজান নয়ন ও বেলাল মাহমুদ,চরফ্যাশন অফিস॥
ভোলার চরফ্যাশনে নদীতে হাত জাল(ঝাকি জাল) দিয়ে মাছ ধরার সময় পাড় ভেঙ্গে নদীতে পড়ে জসিম (৪২) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেতুয়া ঘাটের অদুরে বেতুয়া ইট ভাটা  সংলগ্ন মেঘনা নদীতে এঘটনা ঘটে। জানাগেছে, নিখোঁজ জসিম আছলামপুর ৯নং ওয়ার্ডস্থ আয়েশাবাগ গ্রামের মহসিন বেপারীর ছেলে। সে দুই পুত্র সন্তানের জনক ।
ঘটনার প্রত্যক্ষদর্শী লর্ডহাডিঞ্জ ইউনিয়নের ফাতেমাবাদ গ্রামের সাজাহান জানান, নদীর কিনারায় একই স্থানে ১০হাত ব্যবধানে দাঁড়িয়ে তারা দুইজন হাত জাল  দিয়ে মাছ ধরছিলেন। হঠাৎ তিনি নদীতে কিছু একটা পরার শব্দে সেদিকে তাকিয়ে জসিমকে নদীর পানিতে তলিয়ে যেতে দেখেন। এসময় তিনি নদীতে ঝাপ দিলেও জসিমকে উদ্ধার করতে পারেন নি। চোখের পলকে হাতে বাঁধা জালসহ তলিয়ে যায় সে ।
চরফ্যাশন ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো.ইমরান হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও নদীর পানিতে তলিয়ে যাওয়ায় তারা তাকে উদ্ধার করতে পারেননি।
তিনি আরো জানান, দীর্ঘ সময় নদীর পানিতে ডুবে থাকায় ধারনা করা হচ্ছে তার সলিল সমাধি ঘটেছে। তাকে উদ্ধারের জন্য বরিশাল থেকে ডুবরী দল  আসলেও নদীতে প্রবল ¯্রােত থাকার কারনে রাতে উদ্ধার তৎপরতা চালানো যায়নি। শনিবার সকাল দশ টায় উদ্ধার তৎপরতা চালাবে ডুবরীদল।
এদিকে জসিম নদীতে তলিয়ে যাওয়ার খবরে মুহুর্তের মধ্যে নদীর পাড়ে ভীড় জমায় জসিমের স্বজন ও এলাকার কয়েক’শ মানুষ। এসময় স্বজন ও এলাকাবাসীর কান্নায় আকাশ-বাতাশ ভারি হয়ে উঠে। তার স্ত্রী সুরমা বেগম স্বামীর নিখোঁজ সংবাদ শুনে সঙ্গা হারান।  নিখোঁজ জসিমের বাড়ি গিয়ে দেখা গেছে পরিবারটিতে কান্নার রোল চলছে ।

বাংলাদেশ সময়: ০:৩৮:২৪   ৩৩২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি

আর্কাইভ