‘মেরিলিন মনরো মুহূর্ত’ ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন শিল্পা শেঠি

প্রথম পাতা » ফটোগ্যালারী » ‘মেরিলিন মনরো মুহূর্ত’ ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন শিল্পা শেঠি
বুধবার, ২৪ জুলাই ২০১৯



---ভোলাবাণী বিনোদনঃ
নিঃসন্দেহে বলিউডের অন্যতম আবেদনময়ী শিল্পা শেঠি। বয়সকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন এ সুন্দরী। ফিটনেসে কোটি নারীর প্রেরণা ৪৪ বছরের এ তরুণী। শিল্পা ভ্রমণপ্রিয়। ভ্রমণের বিশেষ মুহূর্তগুলো আবার ভক্তদের সঙ্গে ভাগাভাগি করতে ভোলেন না।

সম্প্রতি ‘ধাড়কান’ নায়িকা শিল্পা শেঠি ভক্তদের সঙ্গে তাঁর ‘মেরিলিন মনরো মুহূর্ত’ ভাগাভাগি করেছেন। মজার ভিডিওটি অন্তর্জালে ভাইরাল হয়েছে।

ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, জাহাজের ওপর দাঁড়িয়ে সমুদ্রের হিমেল হাওয়া উপভোগ করছেন শিল্পা শেঠি। লন্ডনে পারিবারিক ভ্রমণে গিয়েছেন এ অভিনেত্রী। ক্রুজের ওপর দাঁড়িয়ে মেরিলিন মনরোর মতো ভঙ্গি করতে চলেছেন, ঠিক এমন সময় বাতাস বাদ সাধে। দুষ্টু বাতাস উড়িয়ে নিতে চায় তাঁর পোশাক। অবশ্য সঙ্গে সঙ্গে পোশাক ধরে ফেলেন শিল্পা। হাসিতে ফেটে পড়তে দেখা যায় তাঁকে।

ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার দিয়ে শিল্পা লিখেছেন, ‘ক্রুজে আমার মেরিলিন মনরো মুহূর্ত।’ ভক্তদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধও করেন তিনি।

ইনস্টাগ্রামে ভিডিওটি এ পর্যন্ত ১৪ লাখ ৬৩ হাজারের বেশিবার দেখা হয়েছে। একই ভিডিও শেয়ার করেছেন মাইক্রো-ব্লগিং সাইট টুইটারেও। সেখানেও হাজারো মানুষ মজার ভিডিওটি দেখছেন।

খুব দুষ্টুমি করতে জানেন শিল্পা শেঠি। তাঁর টিভি শোগুলো দেখলেই বোঝা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই এ অভিনেত্রী ছবি ও ভিডিও শেয়ার করে কৌতুক করেন। কিছুদিন আগে একটি ভিডিও শেয়ার করেছিলেন শিল্পা, যেখানে হাঁসের পালকে খাওয়াতে দেখা যায় তাঁকে। এত হাঁস দেখে কিছুটা ভয়ও পেয়ে যান শিল্পা।

শিল্পা শেঠিকে সর্বশেষ নাচের রিয়েলিটি শো ‘সুপার ড্যান্সারস’-এর তৃতীয় মৌসুমে বিচারক হিসেবে দেখা যায়। এ ছাড়া প্রায় এক দশক পর বলিউডে ফিরতে চলেছেন ‘বাজিগর’ অভিনেত্রী। রমেশ তৌরানির একটি ছবিতে দিলজিৎ দোসাঞ্জ ও ইয়ামি গৌতমের সঙ্গে দেখা যাবে শিল্পাকে। ছবিটির নাম এখনো ঘোষণা করা হয়নি। সূত্র : ইন্ডিয়া টিভি

দেখুন ভিডিওটি :
https://twitter.com/i/status/1153669944971681794

বাংলাদেশ সময়: ২০:২৮:২৫   ১৮০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ফটোগ্যালারী’র আরও খবর


প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
রেজিলিয়েন্ট হোমস্টেট এন্ড লাইভলিহুড সাপোর্ট টুদ্যা ভারনালেবল কোস্টাল পিপল অব বাংলাদেশ শীর্ষক আলোচনায়ভোলায় দুর্যোগের সম্মুখিন হওয়া মানুষদের বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: জেলা প্রশাসক
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ: মোহাম্মদ ইউনুস
উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ মনপুরায় শেষ দিনে ৯ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল ॥
ভোলায় লাশ গোসলের আধুনিক স্থাপনা গড়ে তোলা হবে: জেলা প্রশাসক
মনপুরায় দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত ॥
ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

আর্কাইভ