সাকিবের রেকর্ডে বাংলাদেশের বড় জয়

প্রথম পাতা » খেলাধূলা » সাকিবের রেকর্ডে বাংলাদেশের বড় জয়
মঙ্গলবার, ২৫ জুন ২০১৯



---ভোলাবাণী স্পোর্টস ডেক্সঃ

বিশ্বকাপের আজকের খেলায় প্রত্যাশিত জয় তুলে নিল টাইগাররা। বিশেষ করে সাকিব তাণ্ডবে কোনভাবেই মাথা তুলে দাঁড়াতে পারেনি আফগানিস্তান।

শুরুতে টস হেরে ব্যাট করে বাংলাদেশ। মুশফিক-সাকিবের ব্যাটে ভর করে আফগানদের সামনে ২৬৩ রানের টার্গেট ছুড়ে দেয় টাইগাররা। সে রান চেজ করতে গিয়ে একের পর এক উইকেট হারিয়ে দিশেহারা আফগান শিবিরি। শেষ পর্যন্ত টাইগারদের জয় হয় ৬২ রানের।

মূলত আজকে বিশ্ব দেখে সাকিবের মিডনাইট শো। সাকিব তার প্রথম ওভারে এসেই তুলে নেন রহমত শাহ কে। তামিমের ক্যাচে পরিণত হওয়ার আগে তিনি করেন ২৪ রান। এরপর আউট হন হাসমতউল্লাহ শাহিদী। মোসাদ্দেকের বলে তাকে স্ট্যাম্পড করেন মুশফিকুর রহিম। আউট হবার আগে তিনি ৩১ বলে করেন ১১ রান।

২৯তম ওভারে সাকিব হানেন জোড়া আঘাত। লিটনের দর্শনীয় ক্যাচে ৪৭ রানে নাইব ফেরার পরপরই নবীকে ০ রানে বোল্ড করেন সাকিব। নতুন জুটি জমে ওঠার আগে আসগর আফগানকে সাব্বিরের তালুবন্দি করে আবারও নায়ক সাকিব। ইকরাম খিলকে দুর্দান্ত থ্রো থেকে রান আউট করেন লিটন দাস।

বিশ্বকাপের ৩১তম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। বিশ্বকাপের দ্বাদশ আসরে সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে ইংল্যান্ডে পা রেখেছিল টাইগাররা।

সাউদাম্পটনের রোজ বোলে টস হেরে ব্যাটে নামে বাংলাদেশ। সৌম্যের বদলে তামিমের সঙ্গে ওপেন করতে নামেন লিটন দাস। স্পিনার মুজিবের বলে শাহিদির কাছে ক্যাচ তুলে দেন এই ব্যাটসম্যান। বিতর্কিত ক্যাচে ঘরে ফেরেন লিটন দাস।

এর আগে লিটনের ব্যাট থেকে আসে ১৭ বলে ১৬ রান। শুরুতেই উইকেট হারানোর পর সাকিব তামিমের জুটিতে ঘুরে দাড়িয়েছিল বাংলাদেশ। কিন্তু তামিমের দিনটা ভালো ছিলনা। নবীর বলে ৩৬ করে বোল্ড হয়ে যান তামিম।

সাকিব ৫০ করার পর মুজিবের বলে সাজঘরে ফেরেন। সৌম্যকেও শিকার হতে হয় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের। বোলার সেই মুজিব। ফেরার আগে সৌম্য করেন ৩ রান।

রিয়াদ ও মুশি মিলে পঞ্চাশোর্ধ পার্টনারশিপ গড়ার পর উড়িয়ে মারতে যেয়ে ক্যাচ আউট হন রিয়াদ। এর আগে ৩৮ বলে করেন ২৭ রান।

মুশি এগোচ্ছিলেন সেঞ্চুরির পথে। কিন্তু তাকে থামিয়ে দেন দৌলত জাদরান। ৮৭ বলে ৮৩ রানের দর্শনীয় ইনিংস খেলেন মুশফিক।

শেষদিকে মোসাদ্দেক ও সাইফউদ্দিন মিলে বাকী পথ বিপদ ছাড়াই পার করেন। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে মোসাদ্দেক খেলেন ২৪ বলে ৩৫ রানের ঝড়ো ইনিংস।

মুজিব একাই শিকার করেন ৩ উইকেট। এছাড়া দৌলত, নবী ও নাইব নেন একটি করে উইকেট।

বাংলাদেশ সময়: ০:৪৩:২৭   ১৫৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধূলা’র আরও খবর


ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
আইপিএলে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজতামিম-রিশাদ ঝড়ে টাইগারদের সিরিজ জয়
শান্তর সেঞ্চুরি ও মুশফিকের ব্যাটিং নৈপুর্নে সিরিজে এগিয়ে বাংলাদেশ
ভোলায় ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা
মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে উদ্যোগে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত ॥
বাংলাদেশ-শ্রীলংকা টি টুয়েন্টিছয় মেরে জয় এনে দিলেন শান্ত
মাহমুদউল্লাহ ও জাকেরের ঝড়ো ব্যাটিংয়েও জিততে পারলো না বাংলাদেশ
ভোলা সরকারি কলেজে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা বাচাই অনুষ্ঠিত

আর্কাইভ