চাল চুরির অভিযোগে ভোলায় সাবেক ইউপি সদস্য ডিলারশিপ বাতিল

প্রথম পাতা » প্রধান সংবাদ » চাল চুরির অভিযোগে ভোলায় সাবেক ইউপি সদস্য ডিলারশিপ বাতিল
মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০১৬



---ভোলা বাণী :বোরহানউদ্দিন প্রতিনিধি: হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০ টাকার চাল চুরির অভিযোগে ভোলার বোরহানউদ্দিনে ডিলার আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য নুন্নু সিকদারের ডিলারশিপ (লাইসেন্স) বাতিল করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা চেয়ারম্যান মহব্বত জান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আহসান, আওয়ামী লীগ নেতা জাফর উল্লাহ চৌধুরী প্রমুখ।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কুদ্দূস জানান, গতকাল সোমবার দুপুরে প্রকাশ্যে সরকারের হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০ টাকার ৪৪ বস্তা চাল চুরি করে অন্যত্র বিক্রি করেন কাচিয়া ইউনিয়নের ডিলার ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য নুন্নু সিকদার। খবর পেয়ে তিনি একটি ট্রলিসহ চুরি হওয়া ৪৪ বস্তা ১০ টাকার চাল আটক করেন। তিনি আরো জানান, হতদরিদ্রদের ১০ টাকার চাল চুরির অভিযোগে ওই ডিলারের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়। ইউএনও ১০ টাকার চাল চুরির বিষয়টি সভায় উত্থাপন করলে সভায় সর্বসম্মতিক্রমে অভিযুক্ত ডিলার আওয়ামী লীগ নেতার ডিলারশিপ বাতিল করার সিদ্ধান্ত হয়।

মামলা নিম্পত্তি না হওয়া পর্যন্ত আটক চাল প্রশাসনের হেফাজতে থাকবে বলেও জানান ইউএনও। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ হচ্ছে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০ টাকার চাল নিয়ে কেউ ছিনিমিনি করলে তাকে ছাড় দেওয়া হবে না। সে যেই দলেরই হোক। পরে রেগুলেশনের মাধ্যমে তা লিপিবদ্ধ করা হয়। সভায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অবনী মোহন দাস ছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউপি চেয়ারম্যানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে বোরহানউদ্দিন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অবনী মোহন দাস কালের কণ্ঠকে বলেন, “১০ টাকার চাল চুরির দায়ে নুন্নু সিকদারের ডিলারশিপ বাতিলের পাশাপাশি তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে ওই ইউনিয়নে নতুন করে ১০ টাকার চাল বিতরণের ডিলার নিয়োগ দেওয়া হবে।” তবে, চাল চুরির অভিযোগ অস্বীকার করে কাচিয়া ইউনিয়নের ডিলার আওয়ামী লীগ নেতা নুন্নু সিকদার কালের কণ্ঠকে বলেন, “আমি ডিলার ছাড়াও একজন চাল ব্যবসায়ী।” তিনি বলেন, “আটক চাল আমি ব্যবসায়ী নান্নু ও মামুনের কাছে বিক্রি করেছি।” এসব ১০ টাকা চাল নয় বলেও দাবি করেন তিনি। ডিলারশিপ বাতিলের বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান।

উল্লেখ্য, বোরহানউদ্দিন উপজেলা বিভিন্ন ইউনিয়নে ১০ টাকার চালের ডিলার নিয়োগে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠে। প্রশ্ন ওঠে এর বিতরণ নিয়েও। বোরহানউদ্দিন ছাড়াও ভোলার চরফ্যাশন, দৌলতখান, লালমোহনসহ বিভিন্ন উপজেলায় ১০ টাকার চালের ডিলার নিয়োগ ও বিতরণে ব্যাপক দুর্নীতি-অনিয়মের অভিযোগ ওঠে।

বাংলাদেশ সময়: ১৯:২৪:০৯   ১৮৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


মনপুরায় কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে অবহিতকরন সভা অনুষ্ঠিত
উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল
দক্ষিণ আইচায় ধান ক্ষেতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
ভোলায় লাশ গোসলের আধুনিক স্থাপনা গড়ে তোলা হবে: জেলা প্রশাসক
ভোলায় বর্জপাতে কৃষকের মৃত্যু
ফিলিস্তিনে গণহত্যা প্রতিবাদে ভোলায় ছাত্রলীগের পতাকা উত্তোলন ও পদযাত্রা কর্মসূচি
মনপুরায় দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত ॥
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হচ্ছে
ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

আর্কাইভ