ভোলা রাজাপুরে ইউনয়িন যুবলীগ সহ সভাপতরি পা ভঙ্গেে দয়িছেে সন্ত্রাসীরা।

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলা রাজাপুরে ইউনয়িন যুবলীগ সহ সভাপতরি পা ভঙ্গেে দয়িছেে সন্ত্রাসীরা।
শনিবার, ১৯ জানুয়ারী ২০১৯



ভোলা রাজাপুরে ইউনয়িন যুবলীগ সহ সভাপতরি পা ভঙ্গেে দয়িছেে সন্ত্রাসীরা।ভোলাবাণীঃ(ভোলা প্রতিনিধি): ভোলা সদর রাজাপুর ইউনিয়ণের আনন্দ বাজার সংলগ্ন জমিতে দুফুর আনুমানিক বার ঘটিকার সয়ময় ১)নুরু মাতাব্বর(৫৫) পিতা:একুব আলি মাতাব্বর ২)কালাম মাতাব্বর(৩৫)পিতা:তসির মাতাব্বর ৩)তসলিম মাতাব্বর(৩০)পিতা:নুরু মাতাব্বর ৪)বাবলু মাতাব্বর(৩৩)পিতা:নুরু মাতাব্বর ও অন্যান্ন লোক জন মিলে পুরানো শত্রুতার জের ধরে মো:জাহের(৩৯)পিতা:মো:মালেক ডাক্তার এর উপর অতরকিত হামলা করেন। এইসময় আক্রমনকারিরা দেশিয় অস্র ব্যাবহার করেন। দেশিয় অস্র দ্বারা তাকে গুরুতর আহত করা হয়। মো:জাহের কে আহত অবস্থায় স্থানিয় জনগন ভোলা সদর মডেল থানায় নিয়ে আসে।ঐ সময় কত্যব রত পুলিশ এ.এস.আই মো:মিরাজ মো:জাহের হাসপাতালে ভর্তি করার পরামর্শ্ দেয় এবং তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।মো:জাহের ভোলা সদর হাসপাতালের ২৩বেডে ভর্তি আছে।

হাসপাতালে ভর্তি মো:জাহের এর সাথে কথা বলে জানাযায় যে নুরু মাতাব্বর তার দুই ছেলে তসলিম ও বাবলু এবং কালাম কে নিয়ে গত ভাদ্র মাস থেকে জাহের এর কাছ থেকে চাঁদা দাবি করেন।চাঁদা দিতে অসিকৃতি জানাই এতে ১৯/১/২০১৯ শনিবার বেলা ১২টার সময় আমার বর্গা নেওয়া ফসলের ক্ষেতে পানি দেওয়ার সময় নুরু মাতাব্বর ক্ষিপ্ত হয়ে তার দলবল নিয়ে আমার উপর হামলা করে বেধরক পিটিয়ে আমার পা ভেঙ্গে দেয়।আমার চিৎকার শুনে আমার স্ত্রি আসলে,তাকেও মারধর করে।আহত অবস্থায় স্থানিয় জনগন আমাকে এবং আমার স্ত্রিকে উদ্ধার করেন।
জাহের কান্না জরানো কন্ঠে বলেন আমি ও আমার পরিবার র্দীঘ দিন আওয়ামিলীগ এর রাজনীতির সাথে জরিত এবং আমি রাজাপুর ইউনিয়ন যুবলীগ এর সহ সভাপতি।স্থানিয় জনগনের সাথে কথা বলে জানাযায় উক্ত সন্ত্রাসী নুরু মাতাব্বর রাজাপুর ইউনিয়ণের ৫নং ওয়ার্ড্ যুবদল সভাপতি।তসলিন মাতাব্বর রাজাপুর ইউনিয়ণের ৭নং ওয়ার্ড্ কৃষক দলের সভাপতি।জাহের ও তার পরিবার তাদের শাস্তি দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৯:২১:৪৫   ৩১৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


বাংলার প্রথম ‘ম্যাট্রিক পাস’ কারা ছিলেন?
রেজিলিয়েন্ট হোমস্টেট এন্ড লাইভলিহুড সাপোর্ট টুদ্যা ভারনালেবল কোস্টাল পিপল অব বাংলাদেশ শীর্ষক আলোচনায়ভোলায় দুর্যোগের সম্মুখিন হওয়া মানুষদের বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: জেলা প্রশাসক
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ: মোহাম্মদ ইউনুস
উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ মনপুরায় শেষ দিনে ৯ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল ॥
মনপুরায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরন ॥
মনপুরায় কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে অবহিতকরন সভা অনুষ্ঠিত
উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল
দক্ষিণ আইচায় ধান ক্ষেতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
ভোলায় লাশ গোসলের আধুনিক স্থাপনা গড়ে তোলা হবে: জেলা প্রশাসক

আর্কাইভ