চরফ্যাশন আদালত নিয়ে ভোলার কতিপয় আইনজীবীর বিরুদ্ধে ষঢ়যন্ত্রের অভিযোগ

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশন আদালত নিয়ে ভোলার কতিপয় আইনজীবীর বিরুদ্ধে ষঢ়যন্ত্রের অভিযোগ
সোমবার, ১৫ অক্টোবর ২০১৮



---চরফ্যাশন অফিস,ভোলা বানী ॥
নব সৃজিত চরফ্যাশন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত নিয়ে ভোলার কিছু আইনজীবীর বিরুদ্ধে ষঢ়যন্ত্রের অভিযোগ করা হয়েছে । রবিবার দুপুরে  চরফ্যাশন প্রেসক্লাবে নাগরিক অধিকার সুরক্ষা কমিটির ব্যানারে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, ভোলার কিছু আইনজীবী ভোলা থেকে চরফ্যাশনে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত স্থানান্তরের মিথ্যাচার করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। মূলতঃ ভোলা জেলা সদর থেকে স্থানান্তর নয়,২০১৬ সনের ১৫ মে চরফ্যাশন সফর কালে ব্রজগোপাল টাউন হলে সুধি সমাবেশে আইনমন্ত্রী মো.আনিসুল হকের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী চলতি বছরের ১সেপ্টেম্বর গেজেটভুক্ত হয়ে নব সৃজিত অতিরিক্ত  জেলা ও দায়রা জজ আদালত চরফ্যাশনে স্থাপন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়,  ভোলা জেলা সদরে অতিরিক্ত  জেলা ও দায়রা জজ আদালত আগে থেকেই সেখানে  চালু আছে । ওই আদালতে চরফ্যাশন ও মনপুরা ছাড়া ভোলা জেলার অপর ৫টি উপজেলার মামলা সমূহ পরিচালিত হচ্ছে। নব সৃজিত এবং চরফ্যাশনে স্থাপিত অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-এ চরফ্যাশন ও মনপুরা উপজেলার মামলা সমূহ নিষ্পত্তি করা হবে। সুতরাং চরফ্যাশন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত  ভোলা জেলা সদর  থেকে স্থানান্তরিত নয় বরং এটি চরফ্যাশনের জন্য নতুন ভাবে সৃজিত এবং চরফ্যাশনেই স্থাপিত হয়েছে। এতে ভোলা জেলার অপর ৫টি উপজেলার সাধারন জনগন কিংবা অন্য কোন পেশাজীবীর কোন ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার দাবী অযৌক্তিক ও বিভ্রান্তিকর অপপ্রচার ছাড়া আর কিছু নয়। মূলতঃ ভোলা জেলা সদরের হাতে গোনা কয়েকজন আইনজীবী সত্য এড়িয়ে মিথ্যাচারের মাধ্যমে গোটা জেলাবাসী ও আইনজীবীদের বিভ্রান্ত করে নিজেদের স্বার্থ সুরক্ষায় ব্যস্ত হয়ে পরেছেন। সংবাদ সম্মেলনে ওই সকল আইনজীবীর  এমন মিথ্যাচার  ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য জেলার সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান হয়েছে।
সংবাদ সম্মেলনে চরফ্যাশনে নাগরিক অধিকার সুরক্ষা কমিটির পক্ষে ভোলা জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম ভিপি লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জামাল উদ্দিন মহাজন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্লা আবুল কালাম আজাদ, অতিরিক্ত পিপি এডভোকেট আমিনুল ইসলাম সরমান, অধ্যক্ষ আহাম্মদ উল্যা প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ৬:৪৭:২৭   ২৮০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি

আর্কাইভ