চরফ্যাশনে স্বামীর দাঁ’র ছ্যাকায় ঝলসে গেছে গৃহবধুর মুখ ও শরীর, পাষন্ড স্বামী আটক

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে স্বামীর দাঁ’র ছ্যাকায় ঝলসে গেছে গৃহবধুর মুখ ও শরীর, পাষন্ড স্বামী আটক
শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮



---মিজান নয়ন, চরফ্যাশন অফিস, ভোলা বানী ॥
চরফ্যাশনের নীলকমল ইউনিয়নের চরনুরুল আমিন গ্রামে পাষন্ড স্বামীর গরম দাঁ’র  ছ্যাকায় ঝলসে গেছে স্ত্রী’র মুখমন্ডল,গলা বুক ও শরীর বেশ কিছু অংশ । এঘটনার পর কোন চিকিৎসকের সরনাপন্ন না হয়ে ঘরে রেখে স্বামী নিজেই চিকিৎসা করেছেন স্ত্রীর। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুলারহাট থানা পুলিশ স্বামী গৃহ থেকে গৃহবধু রিক্তাকে(২২) উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেছেন। মঙ্গলবার দুপুরে নীলকমল ইউনিয়নের চর নুরুল আমিন গ্রামের রহিম আলী হাজী বাড়িতে এ রোমহর্ষক ঘটনা ঘটেছে। এঘটনায় পুলিশ পাষন্ড স্বামী জামাল উদ্দিনকে(৩৫) আটক করেছেন।
থানা হেফাজতে থাকা জামাল উদ্দিন সংবাদকর্মীদের জানান, প্রেম প্রনয়ের মাধ্যমে আমিনাবাদ ১নং ওয়াডের হোসেন’র মেয়ে খালাতো বোন রিক্তাকে ৩বছর আগে সে বিয়ে করে। বিয়ের পর থেকে তারা ঢাকার গাবতলী এলাকায় থাকেন। মোহাম্মদপুর এলাকার রাজা সিটি সার্ভিস নামক বাসের কন্ডাকটর সে। স্ত্রী রিক্তা তার কথার অবাধ্য চলায় সে রিক্তাকে নিয়ে গত মঙ্গলবার সকালে নিজ বাড়ি চলে আসে। দুপুরে চুলার আগুনে দাঁ গরম করে ওই দাঁ দিয়ে তার মুখ মন্ডল,গলা এবং বুক ঝলসে দেয়। হাছান নামে তাদের ১বছরের একটি পুত্র সন্তান রয়েছে। জানাগেছে,রিক্তা তার চার নম্বর স্ত্রী। এর আগে সে আরো ৩টি বিয়ে করেছে।
চরফ্যাশন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা.গৌতম সাহা জানান, তার মুখমন্ডল,গলা বুক এবং শরীরের বিভিন্ন স্থানে পোড়া ক্ষত রয়েছে। তার চিকিৎসা চলছে।
দুলারহাট থানার ওসি মো.মিজানুর রহমান পাটোয়ারী জানান, নির্যাতিত গৃহবধুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত স্বামী জামাল উদ্দিনকে নুরুল আমিন গ্রামের একটি ঘরের পাটাতন থেকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।

বাংলাদেশ সময়: ২২:৪২:০৩   ৩০৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি

আর্কাইভ