বরিশালের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশী মিস ওয়ার্ল্ড বাংলাদেশ

প্রথম পাতা » প্রধান সংবাদ » বরিশালের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশী মিস ওয়ার্ল্ড বাংলাদেশ
সোমবার, ১ অক্টোবর ২০১৮



বরিশালের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশী মিস ওয়ার্ল্ড বাংলাদেশভোলাবাণী বিনোদনঃ

‘বরিশালের একটি মফস্বলের মেয়ে হিসেবে এই সাফল্য আমার কাছে আকাশছোঁয়া। অনেক বড় দায়িত্বও কাঁধে এসে পড়ল। বিশ্ব দরবারে বাংলাদেশের সৌন্দর্য তুলে ধরার সুযোগ পেয়েছি। ভাবতে ভালো লাগছে। আশা করছি, নিজের দেশের শিল্প, সংস্কৃতি ও ইতিহাসকে মর্যাদার সঙ্গেই বিশ্ব দরবারে তুলে ধরব।’

আবেগতাড়িত হয়ে কথাগুলো বলেন সদ্যসমাপ্ত মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত জান্নাতুল ফেরদৌস ঐশী।

রোববার রাত ১২টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার রাজদর্শন হলে এবারের আসরের বিজয়ীর নাম ঘোষণা করা হয়। এবার দ্বিতীয় হয়েছেন ‌নিশাত মাওয়া সালওয়া ও তৃতীয় হয়েছেন না‌জিবা বুশরা।

ঐশী বলেন, ‘অনেকটা কাকতালীয়ভাবেই প্রতিযোগিতায় আসি। মধ্যবিত্ত পরিবারের এই আমি এইচএসসি শেষ করে জুলাই মাসে ঢাকায় এসেছিলাম বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করার জন্য। স্বপ্ন ছিল- ভালো কোথাও ভর্তি হয়ে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করব। শুরু করি আইএলটিএস কোচিংও।’

রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির রাজদর্শন হলে গতকাল রোববার রাতে আয়োজিত গ্র্যান্ড ফাইনালে বেছে নেয়া এবারের মিস ওয়ার্ল্ড বাংলাদেশকে। ৩০ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে এবারের আসরে সেরা হন বরিশালের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশী।

ঐশী জানান, আত্মীয়ের বাসায় থেকে পড়াশোনা চলছিলো। হঠাৎ-ই শুনলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮-এর আবেদন চলছে। ছেলেবেলা থেকেই নিজের সৌন্দর্যের জন্য অনেক প্রশংসা পেয়েছেন। সেই আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে কৌতূহল মেটাতেই নাম লেখান প্রতিযোগিতায়।

সময়ের স্রোতে বরিশালের পিরোজপুরের মাটিভাঙা এলাকার ঐশী এখন বিশ্ব সুন্দরীর আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

তিনি বলেন, ‘আমি বাকরুদ্ধ। যারা সেরা দশে ছিলেন সবাই যোগ্য। তাদের মধ্য থেকে সেরা হিসেবে নিজের নাম শুনতে পারা সৌভাগ্যের। দোয়া চাই। যেন মূল প্রতিযোগিতাতেও চমক দেখাতে পারি। এখনো কিছু গ্রুমিং বাকি আছে। এর মধ্যে নিজেকে আরো নিখুঁত করে নেয়ার সুযোগ খুঁজে নেব।’

‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় আগামী ডিসেম্বরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন তিনি।

আয়োজক অন্তর শোবিজ জানায়, আগামী ৮ ডিসেম্বর থেকে চীনে অনুষ্ঠেয় ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার মূল আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন জান্নাতুল ফেরদৌস ঐশী। আগামী ৭ ডিসেম্বর চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি।

বাংলাদেশ সময়: ২৩:১৪:৩৫   ১০৬৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


বাংলার প্রথম ‘ম্যাট্রিক পাস’ কারা ছিলেন?
রেজিলিয়েন্ট হোমস্টেট এন্ড লাইভলিহুড সাপোর্ট টুদ্যা ভারনালেবল কোস্টাল পিপল অব বাংলাদেশ শীর্ষক আলোচনায়ভোলায় দুর্যোগের সম্মুখিন হওয়া মানুষদের বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: জেলা প্রশাসক
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ: মোহাম্মদ ইউনুস
উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ মনপুরায় শেষ দিনে ৯ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল ॥
মনপুরায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরন ॥
মনপুরায় কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে অবহিতকরন সভা অনুষ্ঠিত
উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল
দক্ষিণ আইচায় ধান ক্ষেতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
ভোলায় লাশ গোসলের আধুনিক স্থাপনা গড়ে তোলা হবে: জেলা প্রশাসক

আর্কাইভ