বরিশালে র‌্যাবের হাতে ২ ভূয়া চিকিৎসক আটক।।

প্রথম পাতা » প্রধান সংবাদ » বরিশালে র‌্যাবের হাতে ২ ভূয়া চিকিৎসক আটক।।
মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮



---

ভোলাবানীঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা বাজারের রেডিয়াম ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান চালিয়ে দুইজন ভুয়া ডাক্তার আটক করেছে র‌্যাব-৮। কোন সনদ ছাড়াই নামের আগে ‘ডাক্তার’ লিখে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে সোমবার রাতে তাদের আটক করে র‌্যাবের বিশেষ দল।

আটকের পর তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের দুই জনকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেন।

অর্থদন্ডপ্রাপ্ত দুই যুবক হলো- উজিরপুর উপজেলার গুটিয়া বাজার এলাকার শেখ শাহজাহান আলীর ছেলে শেখ সাদী খান (২৩) এবং একই এলাকার শাহজাহান আলীর ছেলে মাহবুবুর রহমান (২৬)।

বরিশাল র‌্যাব-৮ এএসপি মুকুর চাকমা জানান, ওই দুই যুবক নিজেদের ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসার নামে জনসাধারণের সাথে প্রতারণা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে র‌্যাব বিশেষ অভিযান চালিয়ে ওই দুই প্রতারককে আটক করে।

আটকের পর ওই দুই যুবক র‌্যাবের কাছে স্বীকার করেন তাদের কোনো ডাক্তারি সনদ নেই। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের দুইজনকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় আর্থিক দন্ডপ্রাপ্তরা ভবিষ্যতে আর এ ধরণের কর্মকান্ড করবে না বলে অঙ্গীকার করলে জরিমানা আদায় করে তাদের ছেড়ে দেয় র‌্যাব।

বাংলাদেশ সময়: ১৪:৪২:১৫   ২৬৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


বাংলার প্রথম ‘ম্যাট্রিক পাস’ কারা ছিলেন?
রেজিলিয়েন্ট হোমস্টেট এন্ড লাইভলিহুড সাপোর্ট টুদ্যা ভারনালেবল কোস্টাল পিপল অব বাংলাদেশ শীর্ষক আলোচনায়ভোলায় দুর্যোগের সম্মুখিন হওয়া মানুষদের বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: জেলা প্রশাসক
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ: মোহাম্মদ ইউনুস
উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ মনপুরায় শেষ দিনে ৯ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল ॥
মনপুরায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরন ॥
মনপুরায় কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে অবহিতকরন সভা অনুষ্ঠিত
উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল
দক্ষিণ আইচায় ধান ক্ষেতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
ভোলায় লাশ গোসলের আধুনিক স্থাপনা গড়ে তোলা হবে: জেলা প্রশাসক

আর্কাইভ