কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে ২০ জন গুরুতর আহত

প্রথম পাতা » প্রধান সংবাদ » কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে ২০ জন গুরুতর আহত
সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮



---।।ভোলাবাণী ডেস্ক।। পর্যটনকেন্দ্র কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কে বেপরোয়া গতির যাত্রীবাহী বাস উল্টে সড়কের পাশের পুকুরে পড়ে ডুবে গেছে। এতে অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছেন।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কলাপাড়ার রজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। একটি বাসকে সাইড দিতে গিয়ে স্বর্ণা পরিবহন নামের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ডুবে যায়। এতে নারী-পুরুষ ও শিশুসহ কমপক্ষে ২০ জন গুরুতর আহত হন।

আহত মিলাল রায়, আবুল বাসার, মনিরুল ইসলাম, জিয়াউল হাসান, জাহিদুল ইসলাম, খলিল, নূরু হক, হাসান, আকলিমা, লুৎফুর নাহার, রুপা, দিনা, ওসমান, গোলাম মোস্তফা ও সফিয়াকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

আহত বাসযাত্রী জানান, চালক বেপরোয়া গতিতে পটুয়াখালী থেকে আসছিল। রজপাড়া এলাকায় অপরদিক থেকে আসা একটি বাসকে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনার কবলে পড়ে। বাসে থাকা সবাই কমবেশি আহত হয়েছেন। ঘটনার পরপরই চালক ও হেলপার পালিয়ে গেছেন।

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক মো.কামরুজ্জামান বলেন, আহতদের মধ্যে ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।

কলাপাড়া থানা পুলিশের ওসি (তদন্ত) মো. আলী আহম্মদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ২২:৩৪:৫৪   ৫০৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


বাংলার প্রথম ‘ম্যাট্রিক পাস’ কারা ছিলেন?
রেজিলিয়েন্ট হোমস্টেট এন্ড লাইভলিহুড সাপোর্ট টুদ্যা ভারনালেবল কোস্টাল পিপল অব বাংলাদেশ শীর্ষক আলোচনায়ভোলায় দুর্যোগের সম্মুখিন হওয়া মানুষদের বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: জেলা প্রশাসক
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ: মোহাম্মদ ইউনুস
উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ মনপুরায় শেষ দিনে ৯ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল ॥
মনপুরায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরন ॥
মনপুরায় কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে অবহিতকরন সভা অনুষ্ঠিত
উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল
দক্ষিণ আইচায় ধান ক্ষেতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
ভোলায় লাশ গোসলের আধুনিক স্থাপনা গড়ে তোলা হবে: জেলা প্রশাসক

আর্কাইভ