শাহরুখ-১ এর তলায় ফাটল।। দেড় হাজার যাত্রী নিরাপদে

প্রথম পাতা » বরিশাল বিভাগীয় সংবাদ » শাহরুখ-১ এর তলায় ফাটল।। দেড় হাজার যাত্রী নিরাপদে
বুধবার, ২৯ আগস্ট ২০১৮



---।।ভোলাবাণী ডেস্ক।। ঝালকাঠিতে মালবোঝাই একটি কার্গোর সঙ্গে ধাক্কা লেগে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ শাহরুখ-১ এর তলায় ফাটল ধরে। পরে লঞ্চে পানি ঢুকতে থাকলে বরিশাল নৌবন্দরে লঞ্চটি থামিয়ে প্রায় দেড় হাজার যাত্রীকে নিরাপদে নামানো হয়।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বিষখালী নদীতে এ দুর্ঘটনা ঘটে।

বিআইডব্লিটিএ কর্তৃপক্ষ জানায়, কার্গোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বরগুনা থেকে ঢাকাগামী ‘শাহরুখ-১’ লঞ্চটির তলা ফেটে যায়। এতে দেড় হাজার যাত্রী বেঝাই লঞ্চটিতে পানি ঢুকতে থাকে। এক পর্যায়ে লঞ্চটি দ্রুত বরিশাল নৌ বন্দরে নোঙর করে যাত্রীদের নামিয়ে দেয়া হয়। পাশাপাশি লঞ্চটির যাত্রাও স্থগিত করা হয়। তবে এতে কেউ হতাহত হননি।

যাত্রীরা জানান, ঝালকাঠির বিষখালী নদীতে মঙ্গলবার রাত ৮টার দিকে ‘শাহরুখ-১’ লঞ্চটির সঙ্গে কার্গোর মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় লঞ্চটির তলা ফেটে ভিতরে পানি প্রবেশ করতে থাকে। কিন্তু সেসময় যাত্রীরা অনেকবার লঞ্চ মাস্টারকে নোঙর করতে বললেও তিনি তা শোনেননি।

যাত্রীদের অভিযোগ, প্রথম থেকেই সার্চলাইট না জ্বালিয়ে বেপরোয়াভাবে লঞ্চ চালাচ্ছিলেন মাস্টার। এক পর্যায়ে যাত্রীরা চিৎকার শুরু করলে মাস্টার বাধ্য হয়ে বরিশাল নদী বন্দরে লঞ্চটি নোঙর করেন। পরে বিআইডব্লিউটিএ, নৌ পুলিশ ও থানা পুলিশ লঞ্চটির যাত্রা স্থগিতের নির্দেশ দেন।

এদিকে ‘শাহরুখ-১’ লঞ্চের মাস্টার উজির আলী বলেন, ‘কার্গোর সঙ্গে সংঘর্ষে লঞ্চটির তলায় সামান্য অংশ ফেটে গিয়েছিল। এতে কোনো সমস্যা হতো না। তবে যাত্রীদের কারণে লঞ্চ নোঙর করা হয়েছে।’

বরিশাল বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকার বলেন, নৌ পরিবহন অধিদফতরের শিপ সার্ভেয়াররা লঞ্চটি পর্যবেক্ষণ করছেন। পূর্ণাঙ্গ সার্ভে না করা পর্যন্ত লঞ্চটিকে যাত্রার জন্য উপযোগী বলা যাচ্ছে না। তাই লঞ্চটির যাত্রা বাতিল করা হয়েছে। পাশাপাশি যেকোনো অবস্থাতে লঞ্চটিকে বরিশাল নদীবন্দর থেকে অন্য কোথাও না নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। লঞ্চটি এই অবস্থায় চললে মেঘনা নদীতে গিয়ে বড় দুর্ঘটনার মুখে পড়তে পারত।

এছাড়া যাত্রীদের ব্যাপারে উপ-পরিচালক বলেন, বিকল্প লঞ্চ না আসায় বুধবার সকাল পর্যন্ত যাত্রীদের বন্দরে অবস্থান নিতে হয়েছে। নৌ ও থানা পুলিশ নিরাপত্তার জন্য সারারাত বন্দরেই ছিল।

বাংলাদেশ সময়: ১১:৪৭:১৪   ২৬২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বরিশাল বিভাগীয় সংবাদ’র আরও খবর


রেজিলিয়েন্ট হোমস্টেট এন্ড লাইভলিহুড সাপোর্ট টুদ্যা ভারনালেবল কোস্টাল পিপল অব বাংলাদেশ শীর্ষক আলোচনায়ভোলায় দুর্যোগের সম্মুখিন হওয়া মানুষদের বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: জেলা প্রশাসক
মনপুরায় দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত ॥
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?
ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার খালের উপর ব্রিজ নির্মানের দাবী মনপুরাবাসীর ॥
শশীভূষণে পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু
ধারন ক্ষমতার অধিক যাত্রী বহনের দায়ে ভোলায় দুই লঞ্চকে জরিমানা

আর্কাইভ