শাড়ি পরা বাতিল করছে ভারত অলিম্পিক এসোসিয়েশন

প্রথম পাতা » খেলাধূলা » শাড়ি পরা বাতিল করছে ভারত অলিম্পিক এসোসিয়েশন
বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮



---

ভোলাবাণী স্পোর্টস ডেক্স।। অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের মার্চপাস্টে ভারতীয় প্রতিনিধি দলের নারী সদস্যরা এতদিন পরে আসছিলেন শাড়ি। তার ওপর পরতেন ব্লেজার। এবার ভারতীয় নারী ক্রীড়াবিদদের জন্য শাড়ি পরার প্রথা বাতিল করতে যাচ্ছে ভারত অলিম্পিক এসোসিয়েশন। আসন্ন কমনওয়েলথ গেমসে থেকেই এই নিয়ম কার্যকর করা হবে। অস্ট্রেলিয়ার গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে ভারতীয় অলিম্পিক এসোসিয়েশন (আইওএ) উদ্বোধনী অনুষ্ঠানে নারী অ্যাথলেটদের জন্য এবার শাড়ি এবং ব্লেজারের পরিবর্তে পোশাক হিসেবে ব্লেজার এবং ট্রাউজার বেছে নিয়েছে।

অ্যাথলেটদের প্রতিনিধি এবং সংস্থার কর্তাদের সঙ্গে আলোচনার পরে এই সিদ্ধান্ত নিয়েছে আইওএ। এক বিবৃতিতে আইওএ জানিয়েছে, ‘২০১৮ গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে ভারতের মহিলা অ্যাথলেটরা ব্লেজার এবং ট্রাউজার পরবেন।’

আইওএ’র অ্যাথলেটস কমিশনের প্রধান মালাভ শ্রফ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি আইওএ প্রেসিডেন্ট নরেন্দ্র বাত্রাকে চিঠি দিয়ে জানিয়েছেন, ‘অনুষ্ঠানের পোশাকে এই পরিবর্তন আরও বাস্তবোচিত এবং অ্যাথলেটদের এত সুবিধে হবে।’

৪ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমস। এই গেমসে ২২৫ জনের প্রতিনিধি দল পাঠাচ্ছে ভারত। আইওএ সচিব রাজীব মেটা বলেছেন, ‘আমরা জেনেছি, অ্যাথলেটদের এত দীর্ঘক্ষণ শাড়ি পরে থাকতে সমস্যা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান সাধারণত ৪-৫ ঘণ্টা সময় ধরে চলে। তাছাড়া শাড়ি পরতে গেলে অ্যাথলেটদের সাহায্যেরও প্রয়োজন হয়। যাতে সমস্যা আরও বাড়ে। তাই আমরা ঠিক করেছি উদ্বোধনী অনুষ্ঠানে পুরুষ ও নারী অ্যাথলেটরা একই রকম পোশাক পরবে।’

বাংলাদেশ সময়: ১৬:৪৯:০৩   ৪৩৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধূলা’র আরও খবর


ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
আইপিএলে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজতামিম-রিশাদ ঝড়ে টাইগারদের সিরিজ জয়
শান্তর সেঞ্চুরি ও মুশফিকের ব্যাটিং নৈপুর্নে সিরিজে এগিয়ে বাংলাদেশ
ভোলায় ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা
মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে উদ্যোগে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত ॥
বাংলাদেশ-শ্রীলংকা টি টুয়েন্টিছয় মেরে জয় এনে দিলেন শান্ত
মাহমুদউল্লাহ ও জাকেরের ঝড়ো ব্যাটিংয়েও জিততে পারলো না বাংলাদেশ
ভোলা সরকারি কলেজে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা বাচাই অনুষ্ঠিত

আর্কাইভ