বিদেশে রপ্তানি হচ্ছে ভোলার শুটকি মাছ

প্রথম পাতা » দক্ষিণ আইচা » বিদেশে রপ্তানি হচ্ছে ভোলার শুটকি মাছ
সোমবার, ৯ জানুয়ারী ২০১৭



---ভোলা বাণী ডেক্স:ভোলার চরফ্যাশন উপজেলার মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন সাগর উপকূলের মৎস্য আহরণ কেন্দ্র ঢালচর। এই চরে ১৫ হাজার বসবাসকারী মানুষের প্রধান পেশাই মাছ ধরা। নদী ও সাগরে মাছ ধরে যুগের পর যুগ পার করছেন এ চরের মানুষ।

ইলিশ মাছ আহরণ করার পাশাপাশি ৬ মাস শুটকি ব্যবসা করে থাকেন অনেকেই। এ পেশার সঙ্গে জড়িত সবাই এখন সাবলম্বী।
সরেজমিনে দেখা গেছে, সাগর উপকূলের ঢালচরের বিভিন্ন পয়েন্টে গড়ে উঠেছে অসংখ শুটকি পল্লী। সেখানে খোলা আকাশের নিচে ছোট ছোট মাছ রোদে শুকিয়ে প্রস্তুত করা হচ্ছে।

শুটকি প্রস্তুত করতে পুরুষদের সহযোগিতা করছেন নারীরাও। এখানে ২শতাধিক জেলে শুটকি ব্যবসা করে আসছেন, শ্রমিকদের কাজ হলো শুটকি পল্লীতে মাছ বাছাই করা, ট্রলার থেকে নামানো ও রোদে শুকানো।

---বিদেশে রপ্তানি হচ্ছে ভোলার শুটকি মাছ

শুটকি ব্যবসায়ীরা জানান, আশ্বিন থেকে চৈত্র এ ৬ মাস মূলত শুটকির মৌসুম। বেকার অনেক জেলে সাগর থেকে ছোট ছোট বিভিন্ন প্রজাতির মাছ ধরে এনে রোদ্রে শুকিয়ে বিক্রি করে। সেখান থেকে আবার পাইকাররা বিভিন্ন জেলায় চড়া মূল্যে রপ্তানি করেন। এখানকার ব্যবসায়ীদের প্রস্তুতকৃত শুটকি ভোলা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও ময়মনসিংহে রপ্তানি হয়। হরেক রকমের মাছ শুকিয়ে বিভিন্ন দামে বিক্রি করা হয় বিভিন্ন স্থান থেকে আসা ব্যবসায়ীদের কাছে।

বিভিন্ন এলাকা থেকে ঢালচর দ্বীপে আসেন শতাধিক ব্যাপারী। তারা তাদের কাছ থেকে শুটকি ক্রয় করে তা দেশের বিভিন্ন মোকামে বিক্রি করেন। প্রতিমণ ওলুপা শুঁটকি দুই হাজার থেকে ২৫০০ টাকা, সেওলা ১৪০০ থেকে দুই হাজার টাকা, রাবিশ ১২০০ থেকে দুই হাজার টাকা ও চিংড়ি গুঁড়া ২৫০০ থেকে তিন হাজার টাকায় বিক্রি করা হয়।

এছাড়াও চরে খাওয়ার জন্য বিভিন্ন প্রকার শুঁটকি শুকানো হয়। শুটকি মাছের মান ভেদে তারা ‘এ’, ‘বি’ ও ‘সি’ গ্রেডে বাছাই করা হয়। ‘এ’ গ্রেডের (ভাল মানের) শুটকি মাছ মালয়েশিয়া, সৌদি আরব, কাতার, ওমান, বাহারাইন, দুবাই, ইরাক, কুয়েত, লিবিয়া, ইন্দোনেশিয়াসহ প্রায় ২০টি দেশে রফতানি করা হচ্ছে। সাধারণত এসব দেশে বসবাসরত প্রবাসী বাঙালিদের মাঝে রয়েছে মিঠা পানির শুটকি মাছের বেশি কদর।

ভোলা মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল করিম বলেন, ‘ঢালচরের শুঁটকি বিভিন্ন জায়গায় রফতানি হচ্ছে। সেখানে গত কয়েক বছর থেকে শুটকি ব্যবসা করে অনেকে সাবলম্বী হয়েছেন বলে শুনেছি। ‘সরকারিভাবে শুঁটকি ব্যবসায়ীদের সহযোগিতা করার পরিকল্পনা আছে। আশা করি, এতে ব্যবসায়ীরা উপকৃত হবেন।

বাংলাদেশ সময়: ১৫:০১:০২   ৩২৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দক্ষিণ আইচা’র আরও খবর


দক্ষিণ আইচায় ধান ক্ষেতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
দক্ষিণ আইচায় ২৫ বছর করে দণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার
দক্ষিণ আইচায় স্কুল ছাত্র নয়নের রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত লঞ্চ ভাসছে পানিতে
দক্ষিণ আইচায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
ভোলায় ২৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করেছ
দক্ষিণ আইচায় প্রতিপক্ষের হামলায় দুই নারী আহত
দুই চেয়ারম্যানের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব উদযাপন
১২ বছর পালিয়ে থেকে ও শেষ রক্ষা পেলেন না নুর মোহাম্মদ
দক্ষিণ আইচায় নৌকার প্রার্থী এমপি জ্যাকব এর উঠান বৈঠক

আর্কাইভ