ভোলা জেলা প্রশাসকের উদ্যোগে ১৩জন বিসিএস ক্যাডারকে সংবর্ধনা

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলা জেলা প্রশাসকের উদ্যোগে ১৩জন বিসিএস ক্যাডারকে সংবর্ধনা
রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭



---আদিল হোসেন তপুভোলাবাণী।। ভোলা জেলা প্রশাসকের উদ্যোগে ৩৬তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ভোলার ১৩জন কৃতি সন্তানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার (৩১ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন এই সংবর্ধনা প্রদান করেন। এই সময় জেলা প্রশাসক সবাইকে ফুল দিয়ে বরন করে নেন।
সংবর্ধানা অনুষ্ঠানের সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন। এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও উপসচিব মাহাববুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুব্রত কুমার সিকদার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও যুগ্ম সচিব আবদুল হালিম। সংবর্ধনা সভায় আরও উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট পলাশ কুমার বসু, নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুরে আলম সিদ্দিকী, নির্বাহী ম্যাজিষ্ট্রেট হুমায়ারা ইসলাম।

সংবর্ধনা প্রাপ্তরা হলেন ৩৬তম বিসিএস ক্যাডার রিফাত সালাহ উদ্দিন (পুলিশ প্রশাসন), মোঃ জামাল হোসেন (প্রশাসন), মোঃ ইব্রাহিম (প্রশাসন), মোঃ কামাল হোসেন (প্রশাসন), আনোয়ার হোসেন (প্রশাসন), মসিউর রহমান (স্বাস্থ্য), সাহিদ উদ্দিন (শিক্ষা), সাদ্দাম হোসেন (শিক্ষা), ইকবাল হোসেন শাওন (শিক্ষা), সবুজ চৌধুরী (কৃষি), মোঃ নিজাম উদ্দিন (কৃষি), শারমিন আক্তার (কৃষি), কামরুন নাহার (শিক্ষা) প্রমুখ।
বিসিএস ক্যাডারদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ প্রশাসনে সারাদেশের মধ্যে প্রথমস্থান অধিকারকারী রিফাত সালাহ উদ্দিন।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন ৩৬তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, তোমরা তোমাদের অনেক পরিশ্রম ও মেধার জোরে বিসিএস দিয়ে সর্বোচ্চ পর্যায়ে চলে এসেছো। তাই তোমরা আগামী দিনে যার যার কর্মক্ষেত্রে যোগদানের মাধ্যমে মেধার পরিচয় দিয়ে দেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাদেরকেই বাংলাদেশের মুখ উজ্জল করতে হবে। সত্যতা, নিষ্ঠা, পরিশ্রম ও যোগ্যতা থাকলে তোমরা তোমাদের কাংখিত লক্ষ্যে ঠিকই পৌছে পারবে। তোমাদেরকে আরও বেশি বেশি পড়ালেখা করতে হবে। আমি তোমাদের উজ্জল ভবিষ্যৎ কামনা করছি।

বাংলাদেশ সময়: ১৭:৫১:২৬   ১৮৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তৃণমূল থেকে উন্নয়নই আ.লীগের মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪মোটরসাইকেল ও উড়োজাহাজ প্রতীকে ভোট চাইলেন: মোহাম্মদ ইউনুস
মনপুরায় দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত ॥
বাংলার প্রথম ‘ম্যাট্রিক পাস’ কারা ছিলেন?
রেজিলিয়েন্ট হোমস্টেট এন্ড লাইভলিহুড সাপোর্ট টুদ্যা ভারনালেবল কোস্টাল পিপল অব বাংলাদেশ শীর্ষক আলোচনায়ভোলায় দুর্যোগের সম্মুখিন হওয়া মানুষদের বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: জেলা প্রশাসক
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ: মোহাম্মদ ইউনুস
উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ মনপুরায় শেষ দিনে ৯ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল ॥
মনপুরায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরন ॥
মনপুরায় কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে অবহিতকরন সভা অনুষ্ঠিত
উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল

আর্কাইভ