বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭

ভোলায় আড়াই লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় আড়াই লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল
বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭



---স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।।
ভোলায় জেলায় এ বছর প্রায় আড়াই লাখ শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ২৭ হাজার ৬৮৭ জনকে একটি করে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ২১ হাজার ৫০৮ জনকে লাল রংয়ের ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে।
বুধবার সকালে স্বাস্থ্য বিভাগের আয়োজনে জেলা সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় ভোলার সিভিল সার্জন ডাক্তার রথীন্দ্রনাথ মজুমদার এ তথ্য জানান।
তিনি আরো জানান, আগামী ২৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলার সাত উপজেলার ১৩টি স্থায়ী কেন্দ্রসহ এক হাজার ৪টি অস্থায়ী, মোবাইল টিম ও দুর্গম এলাকায় এ ক্যাম্পাইন বসানো হবে। এ কাজে নিয়োজিত থাকবেন ৩ হাজার ৮৬৮ জন কর্মী, স্বেচ্ছাসেবক ও সুপার ভাইজার।
ওরিয়েন্টেশ কর্মশালায় বাংলার কন্ঠ সম্পাদক এম হাবিবুর রহমান, দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মু. শওকাত হোসেন, প্রবীন সাংবাদিক এমএ তাহের, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মাহমুদুল হক আজাদ সহ জেলার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ারকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৪৮:৪২   ১৮৮ বার পঠিত  |