বিশ্বে চলতি বছর দুর্যোগে ক্ষতি ‘৩০৬ বিলিয়ন ডলার’

প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বে চলতি বছর দুর্যোগে ক্ষতি ‘৩০৬ বিলিয়ন ডলার’
বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭



---ভোলাবাণী আন্তর্জাতিক ডেস্ক
চলতি বছর বিশ্বজুড়ে হওয়া বিভিন্ন দুর্যোগে ক্ষতির পরিমাণ ৩০৬ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে ধারণা করছে বীমা জায়ান্ট সুইস রে।
ক্ষতির এই পরিমাণ গত বছরের চেয়ে ৬৩ শতাংশ বেশি এবং গত কয়েক দশকের গড়ের অনেক উপরে। আর্থিক ক্ষতির পরিমাণ আশঙ্কাজনকহারে বাড়লেও দুর্যোগে প্রাণহানি ও নিখোঁজের সংখ্যায় তেমন হেরফের নেই বলেও প্রতিষ্ঠানটি জানিয়েছে, খবর বিবিসির।
প্রাকৃতিক দুর্যোগে এ বছর আমেরিকা অঞ্চলেরই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এর মধ্যে আছে দক্ষিণ আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে শক্তিশালী কয়েকটি ঘূর্ণিঝড়ের আঘাত, মেক্সিকোতে ভূমিকম্প এবং ক্যালিফোর্নিয়ার দাবানল। দুর্যোগে এ বছর নিখোঁজ ও নিহতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে বলেও সুইস রে-র ভাষ্য, যা ২০১৬-র কাছাকাছি। সুইস রে-র অঙ্গ প্রতিষ্ঠান সিগমার এক প্রতিবেদনে দুর্যোগের কারণে চলতি বছর ক্ষতিগ্রস্ত বীমার পরিমাণ ১৩৬ বিলিয়ন ডলারে দাঁড়াবে বলে জানানো হয়েছে। এই অঙ্ক গত বছরের দ্বিগুণ এবং এক দশকের মধ্যে ‘তৃতীয় সর্বোচ্চ’, বলছে তারা।
প্রতিবেদনে ঘূর্ণিঝড় হার্ভি, আরমা ও মারিয়াতেই ক্ষতিগ্রস্ত বীমার পরিমাণ ৯৩ বিলিয়ন ডলার ছাড়াবে বলেও উল্লেখ করা হয়। বীমা প্রতিষ্ঠানগুলো বিশাল এই ক্ষতি মানিয়ে নেওয়ার পথ বের করতে পারবে বলেই ধারণা সুইস রে-র। প্রতিষ্ঠানগুলো যদি তাদের আওতা বাড়ায়, আরও অনেক মানুষ ও ব্যবসা প্রতিষ্ঠান দুর্যোগের ক্ষতি কাটিয়ে উঠতে পারবে,” বলেন প্রতিষ্ঠানটির আপদকালীন ক্ষতি বিভাগের প্রধান মার্টিন।

বাংলাদেশ সময়: ২২:৫৪:২৩   ১৭৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে
ভোলা সদর উপজেলা নির্বাচনমটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষনা ॥ ১ জনের মনোনয়ন বাতিল ॥
এসএসসির ফলাফল জানা যাবে যেভাবে

আর্কাইভ