বলিউডের ছবির কাজ শুরু করবো: মম

প্রথম পাতা » প্রধান সংবাদ » বলিউডের ছবির কাজ শুরু করবো: মম
বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭



---।।ভোলাবাণী বিনোদন।। অভিনেত্রী জাকিয়া বারী মম বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এছাড়া অরুণ চৌধুরী পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘আলতাবানু’তে নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। পাশাপাশি তিনি শেষ করেছেন তানিম রহমান অংশুর ‘স্বপ্নবাড়ি’ চলচ্চিত্রের কাজ। দুটি চলচ্চিতেই তার বিপরীতে আছেন আনিসুর রহমান মিলন।

অভিনয় প্রসঙ্গে মম বলেন,‘নাটক কিংবা চলচ্চিত্র, দু জায়গাতেই আমি ভালো ভাবে কাজ শেষ করার চেষ্টা করি। তবে নাটকের চাইতে চলচ্চিত্রে কাজ করলে চরিত্র নিজের মধ্যে ভালোভাবে ধারণ করা যায়। দুটি চলচ্চিত্রে চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি।’

এদিকে কয়েকমাস আগে বলিউডের নির্মাতা ফয়সাল সাইফের একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন মম। সেই চলচ্চিত্রটির নাম এখনো ঠিক নিয়ে। চলচ্চিত্রটি প্রসঙ্গে মম বলেন, আগামী বছরের মার্চে বলিউডের ছবির কাজ শুরু করবো। ছবিতে আমার বিপরীতে কে থাকবেন সেটি শুটিংয়ের এক মাস আগে জানানো হবে।
এদিকে গত পরশু ছিলো মম’র জন্মদিন। তার তার জন্মদিনের উৎসবে উপস্থিত ছিলেন নির্মাতা শিহাব শাহীন, অভিনেত্রী মৌসুমী হামিদ, অভিনেতা ইন্তেখাব দিনার, শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম, অভিনেত্রী নাদিয়া, অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ, অভিনেত্রী সুষমা সরকার, অভিনেতা লুত্ফর রহমান জর্জসহ অনেকে।

এ প্রসঙ্গে মম বলেন, অনেক সুন্দর সময় কাটিয়েছি। সবার ভালোবাসা পেয়ে যে কি বলবো বুঝে উঠেতে পারছি না। এই অনুভূতি প্রকাশের সঠিক কোন ভাষা নেই আমার কাছে।

বাংলাদেশ সময়: ১৪:৩০:৫৯   ২৩৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে
ভোলা সদর উপজেলা নির্বাচনমটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষনা ॥ ১ জনের মনোনয়ন বাতিল ॥
এসএসসির ফলাফল জানা যাবে যেভাবে

আর্কাইভ