লালমোহনে দলিল লেখক সভাপতির বিরুদ্ধে নারী কেলেঙ্কারীর অভিযোগ।

প্রথম পাতা » লালমোহন » লালমোহনে দলিল লেখক সভাপতির বিরুদ্ধে নারী কেলেঙ্কারীর অভিযোগ।
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭



---মোঃআমজাদ হোসেন ।।ভোলাবাণী।। লালমোহন প্রতিনিধিঃ

ভোলার লালমোহন সার্বরেজিষ্ট্রারী অফিসের পাটওয়ারী সভাপতি মোঃ শফিউল্যাহ পাটওয়ারীর বিরুদ্ধে নারী কেলেঙ্ককারীর অভিযোগ পাওয়া গেছে। সফিউল্যাহ পাটওয়ারী সভাপতি পদে দায়িত্ব পাওয়ার পর একের পর এক নারী কেলেঙ্ককারী, মাদক সেবন, ইয়াবা বিক্রি, অবৈধ অর্থ আত্বসাতসহ নানা অপকর্মের রাজ্য গড়ে তুলেছেন। তিনি ঐ অফিসের নাইডগার্ডকে ম্যানেজ করে ক্ষমতার দাপট দেখিয়ে প্রতি রাতে বিভিন্ন জায়গা থেকে নারী এনে সার্ব রেজিষ্ট্রারী অফিসের ভিতরে রাত্রিযাপনসহ মাদক সেবন করেন। কেউ তার এই ব্যাপারে বাঁধা দিলে তাদেরকে মিথ্যা মামলার ভয় দেখিয়ে আতংকে রাখেন বলে জানান ঐ অফিসের পাটওয়ারীরা। নাম প্রকাশ না করার শর্তে এক পাটওয়ারী জানান, সফিউল্যাহ পাটওয়ারী সাবরেজিষ্ট্রারকে ম্যানেজ করে অফিসের ভিতরের ঘর ভাড়া দিয়ে বছরে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এ ছাড়াও দলিল প্রতি দুইশত টাকা করে বছরে প্রায় ১৪ লক্ষ টাকার মালিক বনে যান চৌকশ এই সফিউল্যাহ পাটওয়ারী। প্রতি দলিলে লাখে ৯% সরকারী খরচ থাকলে ও অতিরিক্ত আরো ৩% দিতে হয় সফিউল্যাহ পাটওয়ারীকে । কোন দলিল লেখক অতিরিক্ত ঘুষ না দিলে সাবরেজিষ্ট্রার দিয়ে বহিষ্কার করান এই নারী লোভি সফিউল্যাহ পাটওয়ারী। তার অত্যাচারে এখন অতিষ্ঠ সাব রেজিষ্ট্রার অফিস।
এখানে তার শেষ নয়, গ্রামের সহজ সরল মহিলারা দলিল করতে আসলে তাদেরকে বিভিন্ন সমস্যার কথা বলে কৌশলে ধর্ষণ করারও একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সফিউল্যাহ পাটওয়ারী নারী কেলেঙ্ককারীর সময় গোপন সংবাদ পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হলে সফিউল্যাহ পাটওয়ারী টেয় পেয়ে কৌশলে পালিয়ে যায়।
এ ব্যাপারে সফিউল্যাহ পাটওয়ারী সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগ করে তাকেঁ পাওয়া যায়নি।এ ব্যাপারে সাবরেজিষ্ট্রার মোঃ আবুল হোসেন জানান, আমি এখানে অতিরিক্ত দায়িত্ব পালন করছি। বিষয়টি আমার উপরস্থ কর্মকর্তাকে জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সফিউল্যাহ পাটওয়ারী সহ সকল অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এমনটাই প্রত্যাশা করছেন এলাকাবাসি।

বাংলাদেশ সময়: ৯:১২:০৮   ২০৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

লালমোহন’র আরও খবর


উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
লালমোহনে জাগোনারী’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত
লালমোহনে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়
লালমোহনে আবাসনের ঘর জবরদখলের অভিযোগ
সহযোগিতা নিয়ে ক্যান্সার আক্রান্তের পাশে কাউন্সিলর মাসুম
লালমোহনে ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাইয়ের মৃত্যু
ভোলায় কালবৈশাখী ঝড়ে নিহত ২,আহত একাধিক
ভোলায় জেলায় ২য় বারের মত শ্রেষ্ঠ ওসি লালমোহন থানার এসএম মাহবুব
লালমোহনে ইউএনওকে জানাবো বলায় জেলেকে পেটালো ইউপি সদস্য!
লালমোহনে শিক্ষার্থীদের বিক্ষোভ

আর্কাইভ