ভোলাবাণী।।লালমোহন প্রতিনিধি : থানা এলাকায় ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সভায় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে ভোলা জেলায় দ্বিতীয়বারের মত শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাহবুব উল আলম।
ভোলা জেলা পুলিশের আয়োজনে শনিবার (৬ এপ্রিল) পুলিশ লাইন্স ড্রিলশেডে মাসিক কল্যাণ সভায় তাঁকে মার্চ মাসের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়।
এসময় ওসি এসএম মাহবুব আলমের হাতে শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি স্বরুপ সনদ ও সম্মাননা স্মারক তুলে দেন ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান।
ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মামুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ বাবুল আখতার, সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল) মোঃ মাসুম বিল্লাহ, সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মোঃ মেহেদী হাসানসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ।
বাংলাদেশ সময়: ২১:৩৭:৩৩ ১৩৫ বার পঠিত | এসএম মাহবুবভোলায় জেলালালমোহন থানাশ্রেষ্ঠ ওসি