লালমোহনে ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাইয়ের মৃত্যু

প্রথম পাতা » প্রধান সংবাদ » লালমোহনে ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাইয়ের মৃত্যু
রবিবার, ৭ এপ্রিল ২০২৪



ভোলাবাণী।। লালমোহন প্রতিনিধি।।

ভোলার লালমোহনে ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাইও মারা গেছেন। শনিবার (০৬ এপ্রিল) এ ঘটনা ঘটে।

লালমোহনে ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাইয়ের মৃত্যুমৃত ওই দুই ভাই হলেন- মো. কাশেম (৪০) এবং মো. রফিজল (৬০)। তারা উপজেলার কালমা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরছকিনা এলাকার ফরাজি বাড়ির মৃত খলিলুর রহমান ফরাজির ছেলে।

জানা গেছে, মৃত দুই ভাইয়ের মধ্যে ছোট মো. কাশেম। তিনি চট্টগ্রামে কাজ করতেন। সেখানে সেহরির সময় স্ট্রোক করেন মো. কাশেম। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালে মারা যান ছোট ভাই মো. কাশেম। তার মৃত্যুর সংবাদ পেয়ে লালমোহনে নিজ বাড়িতে স্ট্রোক করেন বড় ভাই মো. রফিজল। দ্রুত তাকে চিকিৎসার জন্য বরিশাল নেওয়া হয়। সেখানে মারা যান বড় ভাই মো. রফিজলও। পরে সন্ধ্যায় দুই ভাইয়ের একসঙ্গে জানাজা শেষে তাদের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ বিষয়ে লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহজাহান খলিফা বলেন, ওই দুই ভাইয়ের জানাজায় আমি উপস্থিত ছিলাম। একই দিনে দুই ভাইয়ের মৃত্যুতে শোকের মাতম বইছে পরিবারজুড়ে। শোকে স্তব্ধ মৃত দুই ভাইয়ের আত্মীয়-স্বজনরা।

বাংলাদেশ সময়: ২২:১৯:৪৭   ৪৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?
জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগীতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন
ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ

আর্কাইভ