ভোলাবাণী।। লালমোহন প্রতিনিধি : সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন ভোলার লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম লাবু পাঞ্চায়েত।
সোমবার রাতে লালমোহন প্রেসক্লাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নজরুল ইসলাম লাবু বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী । আমি ভোলা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের দিকনির্দেশনায় দীর্ঘদিন মানবসেবাসহ বিভিন্ন সামাজিক কাজের সাথে জড়িত ছিলাম এবং আছি। সেই সেবা কে আরো তরান্বিত করার লক্ষ্যে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণ করার ইচ্ছা পোষণ করেছি। আমি আপনাদের মাধ্যমে লালমোহন উপজেলাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করছি।
এসময় লালমোহন প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুস সাত্তার, সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক জসিম জনিসহ উপজেলায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২৯ মে লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৯:৫১:২৩ ১০৭ বার পঠিত | উপজেলা পরষদ নির্বাচনলালমোহন