ভোলায় গ্রামীণ সমাজ কল্যাণ পাঠাগারের উদ্যোগে রোহিঙ্গা মুসলমানদের গণহত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় গ্রামীণ সমাজ কল্যাণ পাঠাগারের উদ্যোগে রোহিঙ্গা মুসলমানদের গণহত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৭



---

।।ভোলাবাণী।। ভোলা প্রতিনিধি। মায়ানামার সেনাবাহিনী ও বৌদ্ধ সন্ত্রাসীদ কর্তৃক রোহিঙ্গা মুসলিমদের গণহত্যা, ধর্ষণ, নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্রামীণ সমাজ কল্যান পাঠাগার। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে ভোলা সদরের পরানগঞ্জ বাজারে গ্রামীণ সমাজ কল্যান পাঠাগারের আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
গ্রামীন সমাজ কল্যান পাঠাগারের প্রতিষ্ঠাতা ও এসএ টিভি, নয়া দিগন্ত জেলা প্রতিনিধি এ্যাড: সাহাদাত শাহিনের সভাপতিত্বে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, সুপার মোঃ আবদুল হাই, জামিরালতা ফাজিল ডিগ্রি মাদরাসা প্রভাষক মীর নুরে আলমের, প্রধান শিক্ষক আবদুল কাদের মঞ্জু, প্রধান শিক্ষক জামাল উদ্দিন বাহার, পাঠাগারের উপদেষ্টা মেহেদী হাসান কামাল, গ্রামীন সমাজ কল্যান পাঠাগারের সাবেক সম্পাদক এম শাহরিয়ার জিলন, গ্রামীন সমাজ কল্যাণ পাঠাগার আয়োজক ইমাম হোসেন কান্টু, দেলোয়ার হোসেন শাওন প্রমূখ। এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ঈমাম, পাঠাগারের সকল সদস্য, ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ আনিছুর রহমান, স¤্রাট হাওলাদার।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মিয়ানমারের আরাকান (রাখাইন) রাজ্যে নিরীহ রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর উপর সে দেশের সরকার, সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা বাহিনী কর্তৃক পৈশাচিক অত্যাচার, ধর্ষণ, নিপীড়ন, বর্বর নির্যাতন, কোলের শিশুকে কেড়ে নিয়ে ছুড়ে ফেলে হত্যাসহ নির্বিচারে যে নৃশংস মুসলিম গনহত্যা চালাচ্ছে তা মানবতা বিরোধী ও মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। তারা একই সাথে পেট্রোল ঢেলে আগুন দিয়ে একের পর এক জ্বালিয়ে দিচ্ছে আরাকানের ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় স্থাপনা। তারা আরও বলেন, এই নির্মম গণহত্যা, ধর্ষন, অগ্নিসংযোগকারী অং সাং সুচি সরকারকে সমার্থন জাগাচ্ছে রাশিয়া, চীন, ভারত, ইসরাইল, এতে প্রমান হয় রাশিয়া চীন ভারত। মানবতার বন্ধু অং সাং সুচির নোবেল পুরুষ্কার দিয়ে নোবেল কমিটি প্রমান করেছে তারাও ভূয়া। অবিলম্বে সুচির বিচার সহ মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবি জানান।
মিয়ানমারের সামরিক জান্তাদের অত্যাচারে অসহায় রোহিঙ্গা মুসলিমরা নিজের দেশের ভিটে মাটি ছেড়ে আজ উদ্ভাস্তু হিসেবে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আমরা আন্তর্জাতিকভাবে অসহায় রোহিঙ্গা মুসলিমদের মিয়ানমারে ফিরিয়ে নিয়ে পুনর্বাসনের জোর দাবি জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ২০:৫১:১৭   ১৭৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হচ্ছে
ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪রাজাপুরে উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেনের উঠান বৈঠক অনুষ্ঠিত
ভোলার গ্যাস উৎপাদন: বাড়তি খরচে কূপ খনন করতে চায় রাশিয়ার গাজপ্রম
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
গাজায় ইসরায়েলি হামলায় ৩৪৬২২ ফিলিস্তিনি নিহত
মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর স্বপ্ন পুরনে একধাপ এগিয়ে মনপুরায় বঙ্গবন্ধুর চিন্তানিবাস পর্যটন কেন্দ্রস্থান সচিবের পরিদর্শন ॥
শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও ভোলায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পাচ্ছেন না গ্রাহকরা।
লালমোহনে জাগোনারী’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আর্কাইভ