প্রেসব্রিফিংয়ে চরফ্যাশনে আটককৃত ৪ ডাকাতের নাম পরিচয় নিশ্চিত করেছেন ওসি

প্রথম পাতা » চরফ্যাশন » প্রেসব্রিফিংয়ে চরফ্যাশনে আটককৃত ৪ ডাকাতের নাম পরিচয় নিশ্চিত করেছেন ওসি
বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০১৭



 

---

চরফ্যাশন অফিস ।।ভোলা বানী ॥
ভোলার চরফ্যাশনের আছলামপুর ইউনিয়নের খোদেজাবাগ গ্রামে কাশেম মিলিটারীর পুরান বাড়িতে গত শুক্রবার গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৪ডাকাতের বিরুদ্ধে চরফ্য্শান থানায়  মামলা দায়েরের পর ৪দিনের রিমান্ডে এনেছে চরফ্যাশন থানা পুলিশ । সোম ও মঙ্গলবার দুই দিনের পুলিশের জিজ্ঞাসা বাদে ডাকাতরা জানায় আটকের পর তাদের দেয়া নাম পরিচয়সহ যাবতীয় তথ্য ছিল মিথ্যা। গতকাল মঙ্গলবার বিকেলে চরফ্যাশন থানার ওসি ম.এনামুল হক প্রেস বিফিংয়ে তাদের সঠিক নাম পরিচয় প্রকাশ করেন। তিনি জানান,গ্রেফতার কৃত ডাকাতরা আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় ডাকাতি,হত্যা ও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশের দেয়া তথ্য মতে অভিযুক্ত ডাকাত লিটন কারিকর ওরফে লিটু বরিশালের বাখরগঞ্জ থানার উত্তর কাজলা কাঠি গ্রামে’র মৃত আব্দুল মজিদের ছেলে। তার বিরুদ্ধে মামলা রয়েছে ৯টি। মামলাগুলো হলো ঝালকাঠি সদর থানার মামলা নং-১৮/১২, বরিশাল’র মেহেন্দীগঞ্জ থানার মামলা নং-৯/১৩ ও মামলা নং ১৩/১৩, বরিশাল এর বাকেরগঞ্জ থানার মামলা নং-৩৮/১৭, জিআর নং-১৯০। মামলা নং-৩৭/১৭, জি আর নং-১৮৯। মামলা নং-৩১/১৭, জি আর নং-১৮৩। মামলা নং-০৭/০৭; জি আর নং-২৩৫। ভোলার চরফ্যাশন থানার মামলা নং-১৫/১৭,জিআর নং-১৬৫/১৭৯চর)। অভিযুক্ত সাইফুল(৩৫) বাখরগঞ্জ থানার বলই কাঠি গ্রামের আমির আলী হাওলাদারের ছেলে।  তার বিরুদ্ধে মামলার সংখ্যা ৯টি। মামলা গুলো হলো: বরিশাল’র বাকেরগঞ্জ থানার মামলা নং-৩১/১৭, জি আর নং-১৮৩। মামলা নং-১২/১৫। মামলা নং-১৯/ জিআর/২১৫/১৬। মামলা নং-২৪/১৪; জি আর নং-২৭৯।  বরিশাল’র উজিরপুর থানার মামলা নং-৫/১৩ ও মামলা নং-৬/২৯১/১৩। বিএমপি’র বন্দর থানার মামলা নং-১১/১৫ ও মামলা নং-১২/১৫। এবং ভোলার চরফ্যাশন থানার মামলা নং-১৫/১৭। জিআর নং-১৬৫/১৭৯চর)
অভিযুক্ত খোকন(৩৫) বাখরগঞ্জ থানার বলই কাঠি গ্রামের ইয়াছিন হাওলাদারের ছেলে। তার বিরদ্ধে সবচে বেশী সংখ্যক ১৫টি মামলা রয়েছে। মামলা গুলো হলো: বরিশাল’র বাকেরগঞ্জ থানার মামলা নং-৩৮/১৭; জি আর নং-১৯০। মামলা নং-৮/১৪; জি আর নং-২৯৩। মামলা নং-২৪/১৪, জি আর নং-২৭৯। মামলা নং-৩৭/১৭, জি আর নং-১৮৯। মামলা নং ৩১/১৭, জি আর নং-১৮৩। মামলা নং-১৯ জিআর/২১৫/১৬। মামলা নং-১২/১৫। মামলা নং২০/০৯; জি আর নং-৪১২। মামলা নং-৩৭/০৯; জি আর নং-১৯২। মামলা নং-০৪/০৭; জি আর নং-২৫৬। বরিশাল’র উজিরপুর থানার মামলা নং-৬/২৯১/১৩ ও মামলা নং-৫/১৩। বিএমপি’র বন্দর থানার মামলা নং-১১/১৫। মামলা নং-১২/১৫ এবং  ভোলা এর চরফ্যাশন থানার মামলা নং-১৫/১৭,জিআর নং-১৬৫/১৭৯চর)।
অভিযুক্ত সবুজ(৩০) বাখরগঞ্জ থানার বলই কাঠি গ্রামের ইয়াছিন হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে ও ৯টি মামলা রয়েছে। মামলাগুলো হলো: বরিশালের বাকেরগঞ্জ থানার মামলা নং-৩৭/১৭, জি আর নং-১৮৯ । মামলা নং ১২/১৫; জিআর নং-১৮৩। মামলা নং ৮/১৪; জি আর নং-২৯৩। মামলা নং ২৪/১৪; জি আর নং-২৭৯, মামলা নং-২০/ ১৭, জি আর নং-৪১২। এছাড়াও   বিএমপি’র বন্দর থানার মামলা নং-১২/১৫ ও মামলা নং-১১/১৫ এবং ভোলা’র চরফ্যাশন থানার মামলা নং-১৫/১৭,জিআর নং-১৬৫/১৭৯চর)।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ ম.এনামুল হক প্রেসবিফিং কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরো জানান, রিমান্ড কালে পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ডাকাতরা জানায় চরফ্যাশন উপজেলার আছলামপুর ইউনিয়নের  আলীগাঁও গ্রামের মৃত আবুল বাসার তালুকদারের পুত্র মো.হেলাল উদ্দিনের সহযোগীতায় চরফ্যাশন উপজেলায় ডাকাতি করতে এসেছিলো তারা। তাদের তথ্যের ভিত্তিতে গতকাল হেলালকে গ্রেফতারের জন্য তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। স্থানীয়রা জানায় ঘটনার পর থেকে হেলাল এবং তার স্ত্রী পলাতক রয়েছে। তবে তার গৃহ তল্লাসি করে ডাকাতির কাজে ব্যবহৃত তালা ভাঙ্গার মেশিন , শাবল,জানালার গ্রীল কাটার যন্ত্র উদ্ধার করেছি। হেলালকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রকাশ’গত ২৮জুলাই ডাকাতির চেষ্টা কালে আটকের পর ডাকাতরা পটুয়াখালী জেলার বাউফল উপজেলার দাশপাড়া গ্রামের মৃত গিয়াস উদ্দিন হাওলাদারের পুত্র মো.আমিনুল ইসলাম, পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বলের বাড়ি গ্রামের মো.সাত্তার শেখের পুত্র সাদ্দাম শেখ, ভোলা সদর থানার রামদাসপুর গ্রামের মোতালেব মাঝির পুত্র জাকির মাঝিও বাকের মাঝি বলে নিজেদের ভূয়া নাম পরিচয় প্রকাশ করেছিল। যা গনমাধ্যমে প্রকাশ হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৫:৪১:৩২   ৩৫৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি

আর্কাইভ