একটি ব্রিজ মেরামত না করায় দূর্ভোগে বিশ হাজার মানুষ

প্রথম পাতা » তজুমদ্দিন » একটি ব্রিজ মেরামত না করায় দূর্ভোগে বিশ হাজার মানুষ
মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬



---ভোলা বাণী :ভোলার বোরহানউদ্দিন ও তজুমদ্দিন উপজেলার মধ্যবর্তী সীমানার খালের ওপর ভেঙ্গে যাওয়ার এক যুগ পরেও নির্মাণ করা হয়নি ভাঙ্গা ব্রিজটি। এতে করে চরম দূর্ভোগের শিকার হচ্ছেন দু’ই উপজেলার মধ্যবর্তী বিশ হাজার মানুষ। দু’টি নির্বাচনী আসনের সীমানর মধ্যেবর্তী হওয়ায় স্থানীয় জন প্রতিনিধিদের দোটানায় ব্রিজটি সংস্কার ও নির্মাণের কোন মাথা ব্যথা নেই বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

সরেজমিনে ঘুরে জানা গেছে, বোরহানউদ্দিন উপজেলার দালার বাজার- ফকিরহাট সড়ক সংলগ্ন কাইচ্চা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ও তজুমদ্দিন উপজেলার সেম্ভুপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মধ্যবর্তী সীমানার খালের ওপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) অধীনে ১৯৯০ দশকের দিকে এ ব্রিজটি নির্মাণ করা হয়।

২০০৪ সালের প্রথম দিকে ব্রিজটির মাঝ খানের অধিকাংশ ভেঙ্গে পরে। তার পর থেকে দো টানায় ব্রিজটি সংস্কার বা পুনরায় নির্মাণ করা হয়নি। মালামাল ও যানবাহন নিয়ে প্রায় ৪ কিলোমিটার পথ ঘুরে আসতে হয় এ দু’ই উপজেলার মধ্যবর্তী এলাকার বিশ হাজার মানুষের। এলাকাবসীর উদ্যোগে চলাচলের জন্য ব্রিজটির ওপর বিকল্প সাঁকা তৈয়ারি করে ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলাচল করছেন।

শম্ভুপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নাছিমা বেগম বলেন, ব্রিজটি না হওয়ার কারণে ঝুঁকিপূর্ণ সাঁকো পাড় হয়ে এখান শিশুরা স্কুলে যেতে হয়। অভিভাবকরা সব সময় আতঙ্কে থাকতে হয় বাচ্চার স্কুল থেকে নিরাপদে বাড়িতে আসতে পারবে কি না।

একই এলাকার হান্নান মিয়া বলেন, মালামাল ও যানবাহন নিয়ে বাড়িতে আসতে হলে প্রায় ৪ কিলোমিটার পথ ঘুরে আসতে হয়। আবার কেউ অসুস্থ হলে যোগাযোগ ব্যবস্থার কারণে যানবাহন সঙ্কটের কারণে হাসপাতালে নেওয়া যায় না। অধিকাংশ সময় এখানকার লোকজনের পয়ে হেটে চলা চল করতে হয়।

কাইচ্চা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জামাল উদ্দিন বলেন, বারবার স্থানীয় জন প্রতিনিধিদের বলা সত্বে ব্রিজটি দু’টি নির্বাচনী আসনের সীমানর মধ্যেবর্তী হওয়ায় সংস্কার ও নির্মাণের বিষয়ে কেউ তেম গুরুত্ব দিচ্ছেন না। দ্রুত ব্রিজটি সংস্কার বা পুনবায় নির্মাণের জন্য দাবি জানিয়েছেন এলকাবাসী।

এ ব্যাপারে শম্ভুপুর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক দেওয়ান বলেন, ব্রিজটির না হওয়ার কারণে ওই এলাকার জনগণের কষ্টের বিষয়টি আমাদের ভোলা-৩ অসনের এমপি মহোদয় কে জানিয়েছি। তবে তিনি পাশবর্তী ভোলা- ২ আসনের এমপি মহোদয়ের সাথে আলাপ করে ব্রিজটি নির্মাণের উদ্যোগ নিবেন বলে জানিয়েছেন।

তজুমদ্দিন উপজেলা এলজিইডির প্রকৌশল ইলিয়াস রবিন বলেন, খালটির অধিকাংশ বোরহাউদ্দিন উপজেলার আওতায় থাকায় প্রথম ব্রিজটি ওই এলজিইডির অধীনে নির্মাণ করা হয়েছে বলে তিনি জানান।

বোরহাউদ্দিন উপজেলার এলজিইডির প্রকৌশল চৌধুরী আসিব রেজা বলেন, ভোলা জেলার অবকামো উন্নয়ন প্রকল্পের অধীনে ব্রিজটি ধরা হয়েছে। কাগজ পত্র প্রসেসিং হয়ে আসলে আগামি বছরের মধ্যে ব্রিজটি নির্মাণ করা যাবে বলে তিনি ধারণা করেন।

বাংলাদেশ সময়: ১০:২৭:২৫   ২৪৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
তজুমদ্দিনে গণহত্যা দিবস পালিত ॥
তজুমদ্দিনে প্রতিবন্ধী শিশুকে শিকল দিয়ে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ ॥
তজুমদ্দিনে সরকারি চাল উদ্ধারের ঘটনায় তদন্ত কমিটি গঠন
তজমদ্দিনে পল্লীসেবার আয়োজনে বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত ॥
তজুমদ্দিনে সরকারি ২৪ বস্তা চাল উদ্ধার ॥ তদন্ত কমিটি গঠন
তজুমদ্দিনে যুব উৎসব পালিত ॥

আর্কাইভ