মনপুরা হাজির হাট সংযোগ সড়ক বিচ্ছিন্ন হওয়ার আশংকা ॥ চরম দুর্ভোগ ১০ সহ¯্রাধিক মানুষের

প্রথম পাতা » বিশেষ প্রতিবেদন » মনপুরা হাজির হাট সংযোগ সড়ক বিচ্ছিন্ন হওয়ার আশংকা ॥ চরম দুর্ভোগ ১০ সহ¯্রাধিক মানুষের
বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০১৭



---মোঃ ছালাহউদ্দিন।।ভোলাবাণী।।মনপুরা সংবাদদাতা ॥ ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা সদর হাজির হাট ইউনিয়নের হাজির হাট বাজারের উত্তর পাশে পুরান থানা সংলগ্ন পাকা সংযোগ সড়কটি মেঘনার জোয়ারে তীব্র ঢেউয়ের আঘাতে পাকা সড়কটি এখন ভাঙ্গনের হুমকির মুখে। সংযোগ সড়কটি বিচ্ছিন্ন হলে ইউনিয়নের চরযতিন ও সোনার চর গ্রামের যোগাযোগ ব্যাবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়বে। জোয়ারের পানি ঢুকে ২টি গ্রামের ১০ সহ¯্রাধিক মানুষ পানি বন্ধি হয়ে পড়বে। ফলে যোগাযোগ ব্যবস্থা অভাবে ও পানিবন্ধী মানুষ চরম দুর্ভোগে পড়বে।
সরজমিনে গিয়ে দেখা যায়,হাজির হাট ইউনিয়নের পশ্চিম পাশের পুরান থানা সংলগ্ন পাকা সংযোগ সড়কটি এখন ভাঙ্গনের মুখে। ভাঙ্গনের কবলে পড়ে রাক্ষুসে মেঘনা ক্রমেই সংযোগ সড়কটির কাছাকাছি চলে আসে। জোয়ারের পানিতে পাকা সংযোগ সড়কটির নীচ থেকে মাটি সড়ে যাচ্ছে। এভাবে সড়কের নীচ থেকে মাটি সড়ে গেলে যে কোন সময় সড়কটি ভেঙ্গে যাবে। সংযোগ সড়কটি ভেঙ্গে গেলে মেঘনার জোয়ারের পানি প্রবেশ করে ২টি গ্রামের মানুষ পানিবন্ধী হয়ে পড়বে। বিচ্ছিন্ন হয়ে যাবে ২টি গ্রামের যোগাযোগ ব্যবস্থা।
দ্রুত পাকা সড়ক টি মাটি ভরাট বা ডাম্পিং(পাইলিং) ব্যবস্থা করা না হলে মাটি সড়ে যে কোন সময় পাকা সড়কটি ভেঙ্গে যাবে। চরম দুর্ভোগে পড়বে ২টি গ্রামের ১০ সহ¯্রাধীক মানুষ।

এব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী আবুল কালাম বলেন,এ বিষয়ে আমি আপনার মাধ্যমে অবগত হয়েছি। আমি সরজমিনে গিয়ে পরিদর্শন করে বিষয়টি উর্ধ্বতন কর্তপক্ষকে অবহিত করব।

উপজেলা চেয়ারম্যান মিসেস সেলিনা আকতার চৌধূরী বলেন, পাকা সড়কটি রক্ষা করার জন্য পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীর সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করব।

বাংলাদেশ সময়: ১০:৫৫:৫৪   ২৯৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশেষ প্রতিবেদন’র আরও খবর


দক্ষিণ আইচায় স্কুল ছাত্র নয়নের রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত লঞ্চ ভাসছে পানিতে
দেশে অর্ধেকের বেশি নারীর বাল্যবিয়ে হয়’
টাঙ্গাইল শাড়ি চিনবেন কীভাবে
ভোলায় চলছে জাটকা নিধন ॥ ইলিশের উৎপাদন নিয়ে শঙ্কা
ভোলায় শৈত্যপ্রবাহে হাঁড় কাঁপানো শীতে জনজীবন বিপন্ন
ভোলার বন্ধন হেলথ কেয়ার চালু করল অনলাইন নার্সিং হোম সার্ভিস
দুই গ্রুপের দ্বন্দ্বে স্কুল উধাওচরফ্যাশনে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান
পরিবারিক ভ্রমণের জন্য ৪ টিপস
তজুমদ্দিনে সরকারি নলকূপ অকেজো, গরমে তীব্রতায় পানি সংকট।
ভোলায় আরো ৫ কূপ খননের পরিকল্পনাদেশর ২৯তম গ্যাস ক্ষেত্রর মর্যাদা পেয়েছে ইলিশা-১ কূপ।

আর্কাইভ