ফ্যাশনে হাতঘড়ি

প্রথম পাতা » লাইফ স্টাইল » ফ্যাশনে হাতঘড়ি
শুক্রবার, ২১ জুলাই ২০১৭



---

।।ভোলাবাণী।। সময় দেখার পাশাপাশি ফ্যাশনেও একটি বড় অংশ হয়ে আছে আমাদের হাতঘড়ি। টিকটিক করে এটি যেমন সময় জানিয়ে দেয় তেমনি ফ্যাশনের মাত্রাটাও ঠিকঠিক বজায় রাখে। একটি ফ্যাশনেবল ঘড়ি আপনার সৌন্দর্য, ব্যক্তিত্ব আর স্মার্টনেস বাড়িয়ে তুলতে পারে কয়েকগুণ। সববয়সী ছেলেমেয়ের কাছেই প্রিয় অনুষঙ্গের নাম হাতঘড়ি।

চলুন জেনে নেই হাতঘড়ির খোঁজখবর-
বাজারে বর্তমান অনেক ব্র্যান্ডের ঘড়ি পাওয়া যায়। যেমন- ওমেগা, রোলেক্স, গুচি, টাইটান, ফাস্টট্র্যাক, সুয়িস্টার, ওয়েস্টার, সেলকস, ফাসটোক, এমিকা, ক্যাসিও, ফেরারি, সিকো, টাইটান, রালফ লরেন, ডিজায়ার, রাডো, টিসোট, এম্পোরিও আরমানি, কেলভিন ক্লেইন, লংজিন্স, প্যাটেক ফিলিপ নটিলাস, জিএমটি মাস্টার টু, সাবমেরিনার, ডে ডেট, ট্যাগ হিউয়ার, পিয়েরে ডুরান্ড, পিয়েরে কার্ডিন, ক্যাসাব্লাঙ্কা, রোমানসন, হ্যামিলটন, হাবলট প্রভৃতি উল্লেখযোগ্য।

হাতঘড়ি আমদানিকারকদের মধ্যে টাইম জোন, টাইম ভিউ, ওয়াচেস ওয়ার্ল্ড, জেমস গ্যালারি ও আলমাস অন্যতম। লেডিস এবং জেন্টস সব ধরনের বিভিন্ন ব্র্যান্ডের ফরমাল ও ক্যাজুয়াল ঘড়ি পাওয়া যাবে এদের শোরুমগুলোতে। এ শোরুমগুলো ঘুরেই জানা গেল বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ির দরদাম।

রাডো, টিসোট, লংজিন্স, টাইটান, ক্রেডেন্স, ফাস্টট্র্যাক ব্র্যান্ডগুলোর চাহিদা সবচেয়ে বেশি। রাডোর ঘড়িগুলো কেনা যাবে ৫০ হাজার থেকে ৭০ হাজার টাকায়। টিসোট পাওয়া যাবে ২০ হাজার থেকে ২ লাখ টাকার মধ্যে। লংজিন্সে পাওয়া যাবে ৮৬ হাজার থেকে ৫ লাখ টাকায়। টাইটান কিনতে চাইলে খরচ করতে হবে ১ হাজার থেকে ৬৮ হাজার টাকা পর্যন্ত। ফাস্টট্র্যাক ঘড়ির দাম পড়বে ৩০০০ থেকে ১৩ হাজার টাকা।

 

---

এমিকা ২,৭০০ থেকে ১০ হাজার টাকা, সুইস্টার ৬,০০০ থেকে ৭২ হাজার টাকা, ক্যাসিও, এডিফাইস ও জিসক ৮ হাজার থেকে ১ লাখ ২৫ হাজার টাকায় পাওয়া যাবে। বারবারই কিনতে খরচ করতে হবে ১৫ হাজার থেকে ১ লাখ ৯৫ হাজার টাকা পর্যন্ত।

ভিকটোরি নক্স সুইস আর্মির ঘড়িগুলো পাওয়া যাবে ৩৮,৫০০ থেকে ১ লাখ ৫০ হাজার টাকার মধ্যে। রয়েল ক্রাউনের ঘড়িগুলো পাওয়া যাবে ৬ হাজার থেকে ১৮ হাজার টাকায়।

ব্র্যান্ডের ঘড়িগুলোর দাম বেশি হলেও গুণগত মান ও স্থায়িত্ব তুলনাহীন। সঙ্গে পাওয়া যায় ১ বছর থেকে ২ বছরের ওয়ারেন্টি। তবে ওয়ারেন্টি না থাকলেও নন-ব্র্যান্ডের ঘড়িগুলোর মধ্যেও আছে অসংখ্য মানসম্মত ঘড়ি। যেগুলোর দাম ১৫০ থেকে ৫ হাজার পর্যন্ত হতে পারে।

বাংলাদেশ সময়: ০:০৫:৩৫   ৩০১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

লাইফ স্টাইল’র আরও খবর


ইফতারে থাই বিফ সালাদ
ইফতারে প্রশান্তি দেবে চিড়া-ফলের ডেজার্ট
ভালো খেজুর চেনার উপায়
বয়স চল্লিশের পর রোজ ডিম খাওয়া কি ভালো
খালিপেটে দুধ চা আর না!
উৎসবমুখর পরিবেশে ভোলায় নারী উদ্যোক্তাদের মিলনমেলা ও পন্য প্রদর্শনী অনুষ্ঠিত
ভোলার নারী উদ্যোক্তাদের মিলনমেলা ও পন্য প্রদর্শনী অনুষ্ঠিত
কিভাবে ঘরেই তৈরি করবেন চিকেন মমো
কোন ডিমের পুষ্টি বেশি বাদামী নাকি সাদা
ভোলায় সুশীলনের নির্বাহী প্রধানের জন্মদিন পালিত

আর্কাইভ