দৌলতখানে ইউপি চেয়ারম্যানের মুক্তি ও ইউএনও’র শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ

প্রথম পাতা » দৌলতখান » দৌলতখানে ইউপি চেয়ারম্যানের মুক্তি ও ইউএনও’র শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ
রবিবার, ৯ জুলাই ২০১৭



---স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।।
ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের বরখাস্ত হওয়া কারাবন্দি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন ভুইয়াকে নির্যাতনের পর গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠছে এলাকার পরিবেশ। অবিলম্বে মোশাররফ চেয়ারম্যানের মুক্তির দাবিতে এবং দৌলতখান উপজেলা নির্বাহি অফিসার মোঃ কামাল হোসেনের শাস্তির দাবিতে শনিবার সকালে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকার জনগন।
সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী চরপাতা ইউনিয়নের ভূঁইয়ারহাট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে সমাবেশে সভাপতিত্ব করেন চরপাতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহে আলম কুট্টি মিয়া। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ শাহীন, দৌলতখান উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, হোসেন খাঁন, মজিবর হক ডাক্তার ও মোশাররফ হোসেন ভূঁইয়ার ছেলে মাহমুদ সুমন। এ সময় বক্তারা বলেন, ৩ নম্বর চরপাতা ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দকৃত জেলেদের চাল প্রকৃত কার্ডধারী জেলেদের না দিয়ে, ইউপি সদস্যরা ওই চাল আত্মসাৎ করার চেষ্টা করেন। চেয়ারম্যান মোমাররফ হোসেন ভূইয়া সেই চাল অসহায় জেলেদের মাঝে বিতরণ করতে গিয়ে গত ২৪জুন ইউপি সদস্যদের পক্ষ নিয়ে তাদের ইঙ্গিতে দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন চেয়ারম্যান মোশাররফ হোসেনকে মারধর করে রক্তাক্ত করেন। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করেন। তারা ইউএনও’র এ ধরনের অনৈতিক কার্যকলাপের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং অবিলম্বে কারাবন্দি ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়ার মুক্তির দাবি জানান। চেয়ারম্যানকে মুক্তি না দিলে ভবিষ্যতে কঠোর আন্দোলনের ঘোষনা করা হবে বলেও হুমকি দেওয়া হয়। স্থানীয় হাজার হাজার নারী-পুরুষ ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল ভূঁইয়ারহাট থেকে কাজরহাটসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন।
উল্লেখ্য গত ২৪জুন শনিবার জেলেদের চাল দেওয়ার সময় দৌলতখান উপজেলার ৩ নম্বর চরপাতা ইউনিয়নের বরখাস্তকৃত চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুইয়াকে মারধর করে তাকে পুলিশের হাতে সোপর্দ করেন দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। এ সময় চেয়ারম্যন সমর্থকদের সঙ্গে মেম্বার সমর্থদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। তবে, চেয়ারম্যানকে মরধরের ঘটনা অস্বীকার করেন ইউএনও কামাল হোসেন।
একই দাবিতে গত ২৮ জুন ভোলা প্রেসকাবের সামনে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের হাজার হাজার জনগন।

বাংলাদেশ সময়: ১০:২৫:১১   ৩৩৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দৌলতখান’র আরও খবর


দৌলতখানে অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই উৎপাদন করায় কারখানার জরিমানা
শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগদৌলতখানে দু’পক্ষের সংঘর্ষে নিহত-১ ॥ আহত-৬
ভোলায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করছেন যুব শক্তি ফাউন্ডেশন
দৌলতখানে বঙ্গবন্ধু ঐক্য পরিষদ উদ্বোধন করলেন এমপি মুকুল
বাংলাবাজারে নসিমন উল্টে নিহত ১, আহত ৫ শ্রমিক
সাঈদীর মৃত্যুর পোস্ট ফেসবুকেদৌলৎখানে ছাত্রলীগের ৪ নেতা বহিষ্কার
৬ বছরের শিশু যখন মামলার প্রধান আসামী!
ভোলায় সবুজ বাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে মাদ্রাসা ছাত্র ও বয়স্কদের মাঝে বিনামূল্যে কুরআন বিতরণ
আবি আব্দুল্লাহ কলেজ জাতীয়করণ হওয়ায় এমপি মুকুলকে সংবর্ধনা
ভোলায় যাত্রীবাহী বাস ঘাদে,আহত ১০

আর্কাইভ