মনপুরা প্রতিনিধি:ভোলা বাণী ডেক্স: ভোলার মনপুরায় কুলসুম বিবি (২৫) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গৃহবধূর স্বামী ফরিদকে আটক করেছে পুলিশ। উপজেলার মনপুরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আন্দিরপাড় গ্রামে স্বামীর বাড়িতে এই হত্যার ঘটনা ঘটে।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশের ধারণা, শ্বাসরোধ করে গৃহবধূকে হত্যা করা হয়।
ঘটনা সূত্রে জানা যায়, আড়াই বছর পূর্বে উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা কুলসুম বিবির সাথে মনপুরা ইউনিয়নের আন্দিরপাড় গ্রামের বাসিন্দা ফরিদের সাথে ৩০ হাজার টাকা যৌতুকে বিবাহ হয়। দীর্ঘদিন তাদের সংসারে বনিবনা হচ্ছিলোনা। যৌতুকের জন্য স্বামী ফরিদ গৃহবধূকে চাপ দেয় ও নির্যাতন করে। একপর্যায়ে গৃহবধূ কুলসুম বিবি মনপুরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা করেন। ওইসময় স্থানীয়ভাবে সালিশির মাধ্যমে ফয়সালা করা হয়। পরে স্বামী-স্ত্রী একসাথে বসবাস করতে থাকে। বুধবার রাতে যৌতুকের জন্য ফের স্বামী ফরিদ গৃহবধূকে নির্যাতন করে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে গৃহবধূর পরিবার অভিযোগ করেন।
এব্যাপারে মনপুরা থানার ওসি শাহীন খান জানান, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে প্রাথমিক তদন্তে হত্যার আলামত পাওয়া যায়।
বাংলাদেশ সময়: ১৯:৩৭:০৭ ১০৩ বার পঠিত |