ভোলায় ৫ মাসে ১৫ খুন; বিপুল পরিমান ইয়াবা-গাঁজা উদ্ধার, আটক-৭৮

প্রথম পাতা » বিশেষ প্রতিবেদন » ভোলায় ৫ মাসে ১৫ খুন; বিপুল পরিমান ইয়াবা-গাঁজা উদ্ধার, আটক-৭৮
শুক্রবার, ৯ জুন ২০১৭



 

ভোলায় ৫ মাসে ১৫ খুন; বিপুল পরিমান ইয়াবা-গাঁজা উদ্ধার, আটক-৭৮

ছোটন সাহা, বিশেষ প্রতিনিধি, ভোলাবাণী: ভোলায় পুলিশি অভিযানের মুখে মাদক নিয়ন্ত্রনে এলেও হঠাৎ করে বেড়েছে হত্যাকান্ডের ঘটনা। এতে আতংকিত হয়ে পড়েছে মানুষ। গত ৫ মাস ৪ দিনে জেলায় ১৫টি মার্ডারের ঘটনা ঘটেছে। যারমধ্যে চলতি মাসেই খুন হয়েছে ৪জন। যাদের মধ্যে একজন শিশু ও তিনজন নারী রয়েছে। যৌতুক ও পরক্রিয়াসহ নানা কারনে এসব হত্যার ঘটনা ঘটেছে।

এসব ঘটনার মধ্যে দৌলতখানে মা ও মেয়েকে গলাকেটে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলা, ভোলা সদরে গৃহবধু রিনা হত্যাকান্ড এবং লালমোহনে যৌতুকের দাবীতে স্ত্রী হত্যার মত চাঞ্চল্যকর ঘটনা রয়েছে। চাঞ্চল্যকর এসব হত্যাকান্ডের ঘটনায় পুলিশ আসামীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

তবে পুলিশি অভিযানে শুধু মে মাসেই এক মাসে ৮ হাজার ৯৬৩ পিস ইয়াবা, ১৮ কেজি গাজা উদ্ধার করা হয়েছে। মাদকের ৬৩টি মামলায় সর্বমোট ৭৮জন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভোলার পুলিশ সুপার কার্যালয়ের দেয়া তথ্য অনুয়াযী, চলতি বছরের জানুয়ারী থেকে ৪ জুন পর্যন্ত জেলায় সর্বমোট ১৫টি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এরমধ্যে জানুয়ারীতে ২টি, ফেব্রুয়ারীতে ২টি, মার্চ মাসে একটি, এপ্রিল মাসে ৪টি, মে মাসে ২টি এবং জুন মাসে শুরুতে ৪টি মার্ডার হয়েছে।

৩ জুন ভোলার ইতিহাসে সবচেয়ে চাঞ্চল্যকর এবং নৃসংশ হত্যার ঘটনা ঘটে। দৌলতখান উপজেলার দক্ষিন জয়নগর ইউনিয়নের পশ্চিম জয়নগর গ্রামে ঘটে এ ঘটনা।
পারিবারিক কলহের জের ধরে বিল্লাল হোসেন নামের ট্রাক চালক তার স্ত্রী শাহনাজকে গলাকেটে হত্যার পর নিজ ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে অগ্নিদগ্ধ হয়ে মর্মান্তিভাবে মারা যায় তার ৯ মাস বয়সী মেয়ে মোহনা। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে দৌলতখান থানায় ৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর ঘটনায় এখনও গা শিউরে উঠে এলাকাবসার। তারা নৃসংশ এ হত্যার আসামীদের গ্রেপ্তারের দাবী জানিয়েছেন।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, আসামীকে ঘটনার দিন গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে সে আদালতের বিচারকের কাছে হত্যার দায় স্বীকার করেছে।

এরআগে ২ জুন লালমোহন পৌর শহরে পারিবারিক কলহের জের ধরে হত্যা করা হয়েছে গৃহবধু মাহমুদার মেহের তিথিকে। এ ঘটনায় নিহতের লাশ হাসপাতালে রেখে স্বামীসহ শশুর বাড়ির লোকজন পালিয়ে যায়।

নিহতের পিতা কামাল হোসেন বাদী হয়ে তিথির স্বামী ছাত্রলীগ নেতা রুবেলসহ ৮ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এ হত্যা ঘটনার মামলার তদন্তকারী কর্মকর্তা লালমোহন থানার উপ-পরিদর্শক (এসআই) এসআই জামাল হোসেন বলেন, আসামীরা পলাতক রয়েছে তবে তাদের গ্রেপ্তারের চেস্টা চলছে।

এ ঘটনার মাত্র ২৪ ঘন্টার মধ্যে উপজেলার মঙ্গলসিকদার সংলগ্ন মেঘনায় হাত পা বাধা অবস্থায় অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় লালমোহন থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

লালমোহন থানার ওসি হুমায়ুন কবির বলেন, এ হত্যারকান্ডের ঘটনা উদযাঠনের চেষ্টা চলছে।

একই উপজেলায় ৮ মে মাসে বদরপুর ইউনিয়নের চরচিটিয়া গ্রামে হাসে ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মফিজুল ইসলাম নামে বৃদ্ধকে হত্যা করা হয়।

এছাড়া ভোলার ভেলুমিয়া ইউনিয়নে ঘটে যায় গৃহবধু রিনা হত্যা কান্ড। রিনাকে হত্যার পর গলায় ফাস লাগিয়ে আতœহত্যা বলে চালিয়ে নেয়ার চেষ্টা করে তার স্বামী অটো চালক মো: আলী। গত ১৪ মে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় আসামীদের গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে।

এ ব্যাপারে ভোলার পুলিশ সুপার মোকতার হোসেন বলেন, দৌলতখানে মা-মেয়েকে হত্যার ঘটনায় মুল আসামী বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে। অন্য হত্যাকান্ডের সাথে জড়িত অধিকাংশ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়াও মাদক নির্মূলে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। মাদক উদ্ধারে পুলিশের অভিযান অতিতের যে কোন সময়ের চেয়ে সর্বোচ্চ। অপরাধ দমনে পুলিশ সক্রিয় রয়েছে।

বাংলাদেশ সময়: ২:০২:৫৯   ৮১৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশেষ প্রতিবেদন’র আরও খবর


দক্ষিণ আইচায় স্কুল ছাত্র নয়নের রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত লঞ্চ ভাসছে পানিতে
দেশে অর্ধেকের বেশি নারীর বাল্যবিয়ে হয়’
টাঙ্গাইল শাড়ি চিনবেন কীভাবে
ভোলায় চলছে জাটকা নিধন ॥ ইলিশের উৎপাদন নিয়ে শঙ্কা
ভোলায় শৈত্যপ্রবাহে হাঁড় কাঁপানো শীতে জনজীবন বিপন্ন
ভোলার বন্ধন হেলথ কেয়ার চালু করল অনলাইন নার্সিং হোম সার্ভিস
দুই গ্রুপের দ্বন্দ্বে স্কুল উধাওচরফ্যাশনে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান
পরিবারিক ভ্রমণের জন্য ৪ টিপস
তজুমদ্দিনে সরকারি নলকূপ অকেজো, গরমে তীব্রতায় পানি সংকট।
ভোলায় আরো ৫ কূপ খননের পরিকল্পনাদেশর ২৯তম গ্যাস ক্ষেত্রর মর্যাদা পেয়েছে ইলিশা-১ কূপ।

আর্কাইভ