লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় মোঃ নুরুল ইসলাম (৪৫) এর মৃত্যু হয়েছে। নিহত নুরুল ইসলাম উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের আঃ হকের ছেলে। বুধবার দুপুরে ভোলা-চরফ্যাশন সড়কের মোড়লের বাড়ি সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নুরুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে আসছিল। ভোলা-চরফ্যাশন সড়কের মোড়লের বাড়ির আসলে রয়েল বেঙ্গল নামে একটি যাত্রীবাহি বাস তাকে ধাক্কায় দেয়। এতে সে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
লালমোহন থানার পুলিশ পরিদর্শক তদন্ত হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ২০:৫০:৪৮ ১৭১ বার পঠিত |