যুবদলের কমিটিতে ঢুকতে তৎপর লাপাত্তা নেতারা

প্রথম পাতা » শশীভূষণ » যুবদলের কমিটিতে ঢুকতে তৎপর লাপাত্তা নেতারা
শনিবার, ১৩ মে ২০১৭



 

---

নিজস্ব প্রতিবেদক : দলের দূসময় আন্দোলন, সংগ্রামে মাঠে লাপাত্তা কিছু নেতা বর্তমানে শশীভূষন থানা জাতীয়তাবাদী যুবদলের কমিটিতে ঢুকতে তৎপর হয়ে উঠছে।

জানা যায়, এসব লাপাত্তা নেতারা প্রায় কয়েক বছর যাবত দলের নেতা কর্মীদের সাথে কোন প্রকার যোগাযোগ রক্ষা করে নাই। কমিটি গঠনের কথা শুনে এসব নিষ্ক্রীয় নেতারা নতুন করে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে।

থানা, ইউনিয়ন, এমনকি ওয়ার্ডেও এসব লাপাত্তা, স্বার্থপর সুসময়ের নেতাদের আনাগোনা বেড়েছে পদ প্রত্যাশীর জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও নিজের পক্ষে প্রচারণায় নেমেছেন কেউ কেউ।

শশীভূষন থানা যুবদলের নেতা কর্মীরা জানান, নতুন কমিটি হবে এমন আলোচনায় বেশ কয়েক দিন ধরে এসব লাপাত্তা নেতারা ঢাকা ভোলায় দৌরঝাঁপ শুরু করে দিয়েছে।

বিএনপির সিনিয়র নেতাদের বাসায় বাসায় গিয়ে ধরনা দিচ্ছেন কোনো কোনো নিষ্ক্রীয় এসব নেতা। এসব নিষ্ক্রীয় নানা ভাবে যোগাযোগ করার চেষ্টা করছেন কেউ কেউ। এছারা বিভিন্ন অঙ্গসংগঠনের পদপ্রত্যাশীরাও দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছেন। এখনই সময় দলে এসব সুবিধাবাদী নেতাদের চিহ্নিত করার।

চরফ্যাশন উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া এসব লাপাত্তা নিষ্ক্রীয় নেতাদের ব্যাপারে বলেন, সবাইকে নিয়ে আগামী নির্বাচনে কাজ করতে হবে। তবে তারা গুরুত্বপূর্ন দায়িত্ব পাবেন না।

এদিকে চরফ্যাশন ও মনপুরার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলম ছাপ জানিয়ে দিয়েছেন কোন বেইমানকে সংগঠনের সভাপতি/সম্পাদকের দায়িত্ব দেওয়া হবে না।

বাংলাদেশ সময়: ১৮:১৩:২৮   ২৩২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

শশীভূষণ’র আরও খবর


ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
শশীভূষণে পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু
শশীভূষণ বাজারে অগ্নিকান্ডে তিন দোকান পুড়ে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
শশীভূষণ থানা পুলিশের আয়োজনে কমিউনিটি ও বিট পুলিশিং বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
শশীভূষণ প্রেস ক্লাব সম্পাদকের পিতার মৃত্যু বিভিন্ন মহলের শোক প্রকাশ।।
ভোলায় সাড়ে ৬ কোটি টাকার কারেন্ট জাল জব্দ করেছে কোষ্টগার্ড
স্কুল শিক্ষককে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আটক
শশীভূষনে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত
সংবিধান অনুযায়ি নির্বাচন হবে এটার বাইরে যাওয়ার সুযোগ নেই — কৃষি মন্ত্রী

আর্কাইভ