ইব্রাহিম আকতার আকাশ।।ভোলাবাণী।।: ভোলায় ছয় কোটি ৩০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোষ্টগার্ড।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার খেয়াঘাট এলাকায় একটি মিনি ট্রাক থেকে এ জাল জব্দ করা হয়।
কোষ্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট এম হাসান মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কোষ্টগার্ড গোপন সংবাদের ভিত্তিতে ১৮ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে। যার আনুমানিক বাজারমূল্য ছয় কোটি ৩০ লাখ টাকা। এসময় ট্রাকটি জব্দ করা হয় এবং গাড়িটির চালক ও সহকারীকে আটক করা হয়। পরে জব্দকৃত জাল ভোলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলামের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং আটককৃতদের কাছ থেকে মুচলেকা নিয়ে ট্রাকসহ তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২১:৩৪:০১ ৩১ বার পঠিত |