স্কুল শিক্ষককে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আটক

প্রথম পাতা » চরফ্যাশন » স্কুল শিক্ষককে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আটক
রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩



---চরফ্যাশন অফিস॥

চরফ্যাশনের এওয়াজপুরে শনিবার রাতে এক স্কুল শিক্ষককে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আটক করেছে স্থানীয়রা। অভিযুক্ত শিক্ষকের নাম বেল্লাল হোসেন। তিনি এওয়াজপুর ৭ নম্বর ওয়ার্ডের ওই নারীর প্রতিবেশী এবং উত্তর চর মানিকা মাধ্যামিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলে জানাগেছে। এঘটনায় ওই গ্রাম জুড়ে তোলপাড় চলছে।

প্রতিবেশীরা জানান, স্বামী প্রবাসে থাকার সুযোগে প্রতিবেশী স্কুল শিক্ষক বেল্লালের সাথে পরকিয়া সম্পর্ক গড়ে তুলে ওই নারী । প্রায় সময়ই ওই বাড়িতে আসা যাওয়া করতেন বেল্লাল হোসেন। শনিবার রাতে বেল্লাল হোসেন প্রবাসীর স্ত্রীর সঙ্গে দেখা করতে ওই বাড়িতে গেলে স্থানীয় যুবকরা তাকে ওই ঘরে আটক করেন। পরে স্থানীয় ছাত্রলীগ নেতারা ১ লক্ষ টাকার বিনিময়ে তাকে মুক্তি দেন।

নাম প্রকাশ না করার শর্তে ছাত্রলীগের এক নেতা জানান, এক লক্ষ টাকা রফাদফায়  ৪০হাজার টাকা নগদ পরিশোধ করেছেন শিক্ষক বেল্লাল হোসেন বাকী ৬০ হাজার টাকা আজ দেয়ার কথা রয়েছে।

স্থানীয় শফি উল্লাহ জানান, রাতের আধারে স্কুল শিক্ষক বেল্লাল হোসেন প্রবাসীর স্ত্রীর ঘরে গেলে তিনি কয়েকজন যুবক নিয়ে ওই ঘরের পাশে উৎ পেতে থাকেন। পরে অবস্থা বেগতিক দেখে তারা দু’জনকে আটক করেন। এসময় স্থানীয় ছাত্রলীগ নেতারা শিক্ষক বেল্লালকে জিম্মায় ছাড়িয়ে নেন।

ঘটনার পরই প্রবাসীর স্ত্রী ঘর ছেড়ে পালিয়ে যাওয়ায় অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানাযায়নি।

তবে অভিযুক্ত  শিক্ষক বেল্লাল হোসেন জানান, পাওনা টাকা দিতে সন্ধ্যার পরে তিনি প্রবাসীর স্ত্রীর ঘরে যান। পরে স্থানীয় শফি উল্লাহসহ কয়েকজন যুবক পরকিয়ার অভিযোগ তুলে তাকে আটক করেন। সফি উল্লার সাথে তার পুর্ব শত্রুতার জের ধরে সামাজিক ভাবে হেয়পতিপন্ন করার জন্যই তাকে ওই ঘরে আটক করেছেন বলে তিনি দাবী করেছেন।

শশীভূশষণ থানার ওসি ম. এনামুল হক জানান, ঘটনাটি তার জানা নাই তবে অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭:৫৫:৪২   ৩১৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি
অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞায় দুর্দশায় জেলেরা
চরফ্যাশনে বাবার লাশ দাফনে সন্তানদের আপত্তি নির্ধারিত সময়ে জানাজা হয়নি, সমঝোতার চেষ্টা

আর্কাইভ