ভোলাবাণী।।চরফ্যাশন প্রতিনিধি।। চরফ্যাশন উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় তিনটি দোকান পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বুধবার (২৭ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলার শশীভূষণ বাজারের আদর্শ রোড সংলগ্ন এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।এতে মাহবুব খান নামে এক পল্লী চিকিৎসকের ওষুধ ফার্মেসী, এশিয়া মাল্টিপারপাস নামে একটি বেসরকারি সংস্থার ননওভেন টিস্যু সহ বিভিন্ন মালামালের দোকান ও একটি পরিত্যক্ত দোকানসহ তিনটি দোকান পুড়ে গেছে।এসব তথ্য নিশ্চিত করে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, বুধবার সকাল ১০ টার দিকে শশীভূষণ বাজারের পল্লী চিকিৎসক মাহাবুব আলমের ওষুধ ফার্মেসীতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে প্রায় তিনটি দোকান পুড়ে যায়।
তিনি আরো জানান, অগ্নিকা-ের সূত্রপাত কোথায় থেকে ঘটেছে তা এখনও নির্ণয় করা সম্ভব হয়নি। এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত পল্লী চিকিৎসক মাহবুব জানান, তার ওষুধ ফার্মেসীতে প্রায় ৪ লাখ টাকার মতো ওষুধ ছিল। সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। দোকান থেকে কিছু বের করে আনা সম্ভব হয়নি।
ক্ষতিগ্রস্ত এশিয়া মাল্টিপারপাসের ম্যানাজার নূরউদ্দিন তরিক জানান, পুড়ে যাওয়া একটি দোকানে আমাদের লিমিটেড কো¤পানির টিস্যু, মামপানি সহ বিভিন্ন মালামাল ছিল। আগুন লাগার খবর পেয়ে এসে দেখি পুরো মালামাল পুড়ে ছাই। এতে আমাদের প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।
চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আসাদুজ্জামান বলেন, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছি। ততক্ষণে তিনটি দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বাংলাদেশ সময়: ৮:০২:৪৯ ১০২ বার পঠিত | অগ্নিকান্ডচরফ্যাশন